October 7, 2024 - 7:26 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশঝিনাইগাতীতে পাহাড়ি ঢলের পানি কমেছে, ভোগান্তিতে মানুষ

ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলের পানি কমেছে, ভোগান্তিতে মানুষ

spot_img

মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে গত কয়েক দিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি কমতে শুরু করেছে। বৃহস্পতিবার (২০ জুন) সকাল থেকে এ পানি কমতে শুরু করলেও কয়েকটি বাধ ও সড়ক ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর দীঘিরপাড় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছিল। নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্রবেশ করে ঝিনাইগাতী সদর বাজারে।

এতে বাগেরভিটার মহনগঞ্জ বাজার হয়ে আহম্মদনগর সড়কের বাশের সাকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পানি নেমে যাওয়ার পর ২০ গ্রামের সহস্রাধিক মানুষের চলাচলের রাস্তাঘাট ভেঙ্গে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে তারা। তলিয়ে যাওয়া পুকুরের মাছ ভেসে গিয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে অনেক মানুষ।

ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, বন্যাকবলিত এলাকার তথ্য প্রশাসনকে জানানো হয়েছে। তবে পানি কমলেও অনেক এলাকার মানুষ ভোগান্তিতে পড়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ