মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ শামসুল আলম নামে এক রোহিঙ্গাকে আটক করেছে র্যাব-১৫।
সোমবার রাতে উপজেলার হ্নীলা ইউপির লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে আটক করা হয়। আটককৃত শামসুল লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-১২-এর নুর আলমের ছেলে।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লেদা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে শামসুলকে আটক করা হয়েছে। পরে তার বসতঘরে তল্লাশি করে ৯০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।