স্পোর্টস ডেস্ক : বিয়ে করলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলী। কনে জান্নাতে ওয়াহিদা হোসেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন প্রতিভাবান এই ক্রিকেটার।
বুধবার (৩০ আগস্ট) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন তিনি। জান্নাতে ওয়াহিদা হোসেনের সঙ্গে জীবনের গাঁটছড়া বাঁধলেন তিনি।
ওয়াহিদা হোসেনকে নিয়ে আকবর তার পোস্টে লেখেন, ‘তোমার সঙ্গে পরিচয়টা কাকতালীয় ছিল, কিন্তু তোমাকে নেওয়াটা অবশ্যম্ভাবী। আমার জীবনে আসার জন্য ধন্যবাদ। সঙ্গী হিসেবে তুমি এমন একজন যাকে পাওয়ার স্বপ্ন সবাই দেখে।’
২০২০ সালে উইকেটরক্ষক-ব্যাটার আকবরের নেতৃত্বে প্রথমবারের মতো বাংলাদেশ পায় অনূর্ধ-১৯ বিশ্বকাপ জয়ের স্বাদ। যুব বিশ্বকাপে আকবর দলকে নেতৃত্ব দেন সামনে থেকেই। ফাইনালে ভারতের যুবাদের তিন উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। সেই ম্যাচের অপরাজিত ৪৩ রান করে ম্যাচসেরা হয়েছিলেন আকবর।
সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলেছিলেন আকবর। দেশের হয়ে সর্বশেষ খেলেছেন গত জুলাইতে ইমার্জিং এশিয়া কাপে।
আরও পড়ুন:
সালাহর জন্য ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে রাজী আল-ইত্তিহাদ