January 1, 2025 - 6:41 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজাতীয়শাহজালালের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ৭ অক্টোবর

শাহজালালের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ৭ অক্টোবর

spot_img

নিজস্ব প্রতিবেদক : আগামী ৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৮ আগস্ট) টার্মিনালের নির্মাণ কাজের অগ্রগতি ও উদ্বোধন বিষয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মাদ মফিদুর রহমান।

তিনি বলেন, এখন পর্যন্ত ৮২ শতাংশ কাজ শেষ হয়েছে। আমাদের লক্ষ্য ছিল সফট ওপেনিংয়ের আগে ৯০ শতাংশ কাজ শেষ করা। সে লক্ষ্যে আমরা কাজ করছি। প্রতি সপ্তাহে ১১ থেকে ১২ হাজার কর্মী দিনরাত কাজ করছেন। টার্মিনালের ফিচারগুলো অত্যাধুনিক। এতে দৃষ্টিনন্দন সেলিং থাকবে। যাত্রীরা এসব দেখে গর্ববোধ করতে পারবে।

তিনি জানান, উদ্বোধনের পর বাকি কাজ সম্পন্ন শেষে থার্ড টার্মিনালের কার্যক্রম শুরু হবে। ২০২৪ এর শেষের দিকেই যাত্রীরা থার্ড টার্মিনাল ব্যবহার করতে পারবেন। এটি চালুর পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর একযোগে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেয়ার সক্ষমতা অর্জন করবে।

বেবিচক চেয়ারম্যান আরো বলেন, দেশের প্রথম এই আন্তর্জাতিক মানের এই টার্মিনালের মাধ্যমে অ্যাভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাবে পরিণত হবে বাংলাদেশ। ১১ হাজার শ্রমিকের হাতে গড়ে উঠেছে এই স্বপ্ন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি)-এর তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর উদ্বোধনের সময় ২৬টি বোর্ডিং ব্রিজের মধ্যে ১২টি চালু থাকবে।

সিএএবি আরো জানায়, এটি সম্পূর্ণরূপে চালু হলে- নতুন টার্মিনাল, ৫ লাখ ৪২ হাজার বর্গ মিটার এলাকা জুড়ে, বার্ষিক ১২ মিলিয়নেরও বেশি যাত্রীকে পরিষেবা দিতে সক্ষম হবে।

নির্মাণ শেষ পর্যায়ে থাকায় তৃতীয় টার্মিনাল ভবনের দৃষ্টিনন্দন স্থাপত্য এখন দৃশ্যমান। এখন অভ্যন্তরীণ সজ্জা ও বিভিন্ন ধরনের যন্ত্রপাতি স্থাপনের কাজ চলছে।

এর আগে, ২০১৯ সালের ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিমানবন্দরের যাত্রী ও কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে টার্মিনালের নির্মাণ কাজের উদ্বোধন করেন।

২১,৩০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশ এতে ৫ হাজার কোটি টাকা দেবে। প্রকল্পটির বাকি তহবিল দেবে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।

বর্তমানে, ৩৩টি এয়ারলাইন্সের ১২০-১৩০টি বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের টার্মিনাল ১ ও ২ থেকে উড্ডয়ন ও অবতরণ করতে পারে। প্রতিদিন প্রায় ৩০,০০০ থেকে ৩৫,০০০ যাত্রী দু’টি টার্মিনাল ব্যবহার করে। এ হিসাবে, ঢাকার এই বিমানবন্দরটি বছরে প্রায় ৮ মিলিয়ন যাত্রী পরিষেবা দেয়।

তৃতীয় টার্মিনালটি চালু হলে অতিরিক্ত ১২ মিলিয়ন যাত্রী পরিষেবা দেয়া সম্ভব হবে। নতুন টার্মিনালটিতে ৩৭টি বিমান পাকিং ধারণ ক্ষমতা সম্পন্ন একটি পার্কিং এপ্রোন থাকবে। এটিতে ২৬টি বোর্ডিং ব্রিজও থাকবে। আগতদের জন্য, যাত্রীদের দ্রুত ও উন্নত পরিষেবা প্রদানে পাঁচটি স্বয়ংক্রিয় কাউন্টারসহ মোট ৫৯টি কাউন্টার থাকবে।

এছাড়া, তৃতীয় টার্মিনালে ১৬টি ব্যাগেজ বেল্ট স্থাপন করা হবে এবং অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য চারটি পৃথক বেল্ট থাকবে।

বিদেশগামী যাত্রীদের জন্য, টার্মিনালে ১৫টি সেলফ সার্ভিস কাউন্টারসহ ১১৫টি চেক-ইন কাউন্টার এবং ১০টি স্বয়ংক্রিয় পাসপোর্ট নিয়ন্ত্রণ কাউন্টারসহ ৬৬টি ডিপার্চার ইমিগ্রেশন কাউন্টার থাকবে।

সিএএবি সূত্র জানিয়েছে, বিশ্বমানের টার্মিনালটিতে ১,০৪৪টি গাড়ি রাখার সক্ষমতাসহ বহুতল গাড়ি পার্কিংও তৈরি করা হচ্ছে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের কাজ করছে জাপানের মিৎসুবিশি, ফুজিতা ও দক্ষিণ কোরিয়ার স্যামসাং।

২০১৭ সালের ২৪ অক্টোবর দেশের প্রধান বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পটি একনেকের অনুমোদন পায়। সে সময় ব্যয় ধরা হয়েছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা। পরে আরও ৭ হাজার ৭৮৮ কোটি ৫৯ লাখ টাকা বাড়িয়ে প্রকল্পের আকার হয় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা।

২০১৯ সালের ডিসেম্বরে প্রকল্পটির নির্মাণ শুরু হয়। নির্মাণ খরচের বেশির ভাগ আসছে জাপানি সহযোগিতা সংস্থা জাইকার কাছ থেকে। সংস্থাটি ঋণ হিসেবে দিচ্ছে ১৬ হাজার ১৪১ কোটি ২ লাখ ৪৫ হাজার টাকা। বাকি টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার।

আরও পড়ুন:

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

পোশাক রপ্তানিতে চীনকে পেছনে ফেলে শীর্ষে বাংলাদেশ

ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের সিদ্ধান্তকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

তিন মামলায় ব্যারিস্টার সুমনের জামিন নামঞ্জুর

কর্পোরেট সংবাদ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর থানার দুই হত্যাচেষ্টা ও খিলগাঁও থানার এক হত্যা মামলায় হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ...

আইনজীবী আলিফ হত্যার পেছনে উস্কানি: দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের বিচার দ্রুত শুরু করার জন্য চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি বুধবার (১ জানুয়ারি) দুপুরে এক মানববন্ধন কর্মসূচি...

সিংগাইরে শীতার্তদের মাঝে প্রবাসী কল্যাণ ট্রাস্টের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক: "মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য" এ শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে শীতার্ত পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) দুপুর...

নড়াইলে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে থানা ও ডিবির পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ রমজান শেখ নামের একজন...

২০২৫ সাল হবে ঘৃণ্য অপরাধীদের বিচারের বছর: চিফ প্রসিকিউটর

কর্পোরেট সংবাদ ডেস্ক : যারা ঘৃণ্য অপরাধ করেছে ২০২৫ সাল সেই সব অপরাধীদের বিচারের বছর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ...

মেহেরপুরে ৮১টি মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে হারিয়ে যাওয়া ৮১টি মোবাইল উদ্ধারের পর প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিলো মেহেরপুর পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট। বুধবার (১...

২০২৫ সালের সাইবার হামলার ঝুঁকি ও সাপ্লাই চেইন হুমকি বিশ্লেষণ করেছে ক্যাসপারস্কি

কর্পোরেট ডেস্ক: গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি তাদের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে ২০২৪ সালে ব্যবসা প্রতিষ্ঠানে সাপ্লাই চেইনে হামলা ও আইটি বিপর্যয়ের কারণ বিশ্লেষণ এবং...

চট্টগ্রাম শহরে এখন চালু হলো আরো ২টি কেএফসি

কর্পোরেট ডেস্ক: গ্লোবাল ব্র্যান্ড কেএফসি'র একমাত্র ফ্র্যাঞ্চাইজি "ট্রান্সকম ফুডস লিমিটেড" ২০০৬ সাল থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং বর্তমানে দেশের ১২টি শহরে কেএফসি...