নিজস্ব প্রতিবেদক : প্রাকৃতিক দুর্যোগের কারণে মঙ্গলবার (৮ আগস্ট) চট্টগ্রাম মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সোমবার (৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) রূপক রায় সাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন চট্টগ্রাম মহানগর এলাকায় অবস্থিত সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পাঠদান কার্যক্রম মঙ্গলবার বন্ধ রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
এদিকে অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা আগামী ৮ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এ সময় বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা থাকবে।
টানা তিন দিনের ভারী বৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়েছে বন্দর নগরী চট্টগ্রাম। এ অবস্থায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নিয়ে বেকায়দায় পড়েছেন অভিভাবকরা। ইতোমধ্যে কোনো কোনো বেসরকারি স্কুল বন্ধও ঘোষণা করা হয়েছে।