January 13, 2026 - 9:54 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeশিক্ষা-সাহিত্য-সংস্কৃতিরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের ১ম আবর্তনের স্মরণিকা প্রকাশ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের ১ম আবর্তনের স্মরণিকা প্রকাশ

spot_img

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম আবর্তনের শিক্ষার্থীরা স্নাতক সম্পন্ন উপলক্ষে তাদের স্মৃতিকে চিরঅম্লান রাখতে ৩১ জুলাই ‘পরিবর্তনের প্রতিচ্ছবি’ শিরোনামে একটি স্মরণিকা প্রকাশ করেছে’।

২০১৮ সাল থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে তিনটি বিভাগে ১০৫জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছিল। প্রথম তিন বিভাগের মধ্যে সমাজবিজ্ঞান বিভাগ ছিল একটি। মোট ৩৭জন শিক্ষার্থী ও তিনজন শিক্ষক নিয়ে বিভাগের যাত্রা শুরু হয় এবং এ বছর বিভাগটির প্রথম ব্যাচ তাদের স্নাতক সম্পন্ন করে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম স্নাতক সম্পন্ন করা একটি ব্যাচ স্মরণিকা প্রকাশ করেছে। বিকেল ৫টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর লেকচার থিয়েটারে ‘আনন্দলোকে মঙ্গলআলোকে’ গেয়ে সমাজবিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা অনুষ্ঠান শুরু করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম।

অনুষ্ঠানের শুরুতেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত মৃত্যুবরণকারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা প্রদর্শন করা হয়।
এরপর সমাজবিজ্ঞান বিভাগের প্রথম আবর্তনের শিক্ষার্থীদের স্মরণিকা পরিবর্তনের প্রতিচ্ছবির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন রবীন্দ্র উপাচার্য প্রফেসর শাহ্ আজম।

বিভাগের প্রথম আবর্তনের শিক্ষার্থী সাদিয়া ও অনিকের সঞ্চালনায় উক্ত ব্যাচের সকল শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করতে যেয়ে আবেগপ্রবণ হয়ে ওঠেন। শিক্ষার্থীদের পাশাপাশি বিভাগের সকল শিক্ষকও তাদের অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শাহ্ আজম বলেন,
‘সমাজবিজ্ঞান বিভাগের প্রথম আবর্তনের শিক্ষার্থীদের স্মরণিকাটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে স্বাধীন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার। বঙ্গবন্ধুর সেই স্বপ্নের বাস্তবায়ন করেছেন তারই সুযোগ্য কন্যা বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। যেহেতু বিশ্ববিদ্যালয়টি বিশ্বকবির নামে প্রতিষ্ঠিত তাই এখানে শ্রেণিকক্ষভিত্তিক পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও মননে সাংস্কৃতিক এবং সহশিক্ষা কার্যক্রমের প্রতিচ্ছবি আমরা দেখতে চাই। এরই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি সমাজবিজ্ঞান বিভাগের প্রথম আবর্তনের শিক্ষার্থীদের মাঝে যারা গ্রাজুয়েশন শেষ করেই তাদের স্মৃতিকে অম্লান রাখতে স্মরণিকা বের করার উদ্যোগ গ্রহণ করেছে। এটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য পরম আনন্দের’।

রবীন্দ্র উপাচার্য আরও বলেন, আমি সমাজবিজ্ঞান বিভাগের প্রথম আবর্তনের শিক্ষার্থীদের মঙ্গল কামনা করছি। তারা তাদের কর্মজীবনে সফল হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা’।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোঃ রিফাত-উর-রহমান। এছাড়া বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ তানভীর আহমেদ, শিক্ষক জান্নাতুল মাওয়া মুন, রাজীব অধিকারী, মো. আজিম উদ্দীনসহ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সমাজবিজ্ঞান বিভাগের প্রথম আবর্তনের শিক্ষার্থীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে পূর্ব-পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী...

সাতক্ষীরায় বাসের ধাক্কায় নিহত ১

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান রানা নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ট্রেইনিং ইনষ্টিটিউটে শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) ব্যাংকের ব্যবস্থাপনা...

১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন সার কিনবে সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং ৪০ হাজার মেট্রিক টন সার সংগ্রহের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার...

বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়ে...

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

গণভোট নিয়ে স্কুল-কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর আলোকে সংবিধান সংস্কারের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক গণভোট নিয়ে...