নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৭৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬৭ লাখ ৩৬ হাজার ৯০৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৯ কোটি ৯৫ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানিটি ৩ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
রেনেটা ৩ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
গ্রামীণফোন ২ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম ১ কোটি ৪৯ লাখ, আল-হাজ্ব টেক্সটাইল ১ কোটি ৬৩ লাখ, ইসলামিক ফিন্যান্স ১ কোটি ২ লাখ, কেডিএস অ্যাক্সেসরিজ ২ কোটি ২২ লাখ, সী পার্ল বীচ ১ কোটি ৫ লাখ ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ২ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।