শেয়ারবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার দরপতনের শীর্ষে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৬ টাকা ৭০ পয়সা বা ৯.৭৭ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ কোম্পানিটি সর্বশেষ ১৫৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন করে। এদিন কোম্পানিটি ১ হাজার ৬৩৩ বারে ৯ লাখ ৭৫ হাজার ৯টি শেয়ার লেনদেন করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর ডেইরি অ্যান্ড ফুড। আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৭০ পয়সা বা ৬.১৮ শতাংশ কমেছে। এদিন কোম্পানিটি সর্বশেষ ৫৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন করে।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে আজিজ পাইপস। আজ কোম্পানিটির শেয়ার দর ২ ৭ টাকা ৩০ পয়সা বা ৫.৪৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১২৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
এ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা পেট, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, লিগ্যাসি ফুটওয়্যার, রূপালী ব্যাংক, ইমাম বাটন, সমতা লেদার ও মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
কর্পোরেট সংবাদ/এএইচ