October 7, 2024 - 3:32 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজাতীয়হিরো আলমকে মারধরের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ ইসির

হিরো আলমকে মারধরের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ ইসির

spot_img

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনের শেষের দিকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে মারধরের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফুল হোসেন আলমকে মারধরের ঘটনায় সরেজমিনে তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশনকে অবহিত করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে নির্দেশনা প্রদান করেছে প্রধান নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে টেলিফোনে এ নির্দেশনা প্রদান করেন বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, সোমবার (১৭ জুলাই) বিকেলে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে বনানীতে ভোটকেন্দ্র থেকে বের হওয়ার সময় শারীরিকভাবে ‘লাঞ্ছিত’ করা হয়। এরপর বিকেলে বনানী বিদ্যানিকেতন স্কুল ভোটকেন্দ্র থেকে বের হওয়ার সময় হিরো আলমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফেরেন তিনি।

হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম সাংবাদিকদের বলেন, আমি সারা দিন বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করছি। বিকেল ৩টার পর বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রে কিছু লোক আমার ওপর হামলা চালায়।

আরও পড়ুন:

বনানীতে হিরো আলমকে মারধর

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

একনেকে ১৮ হাজার কোটি টাকায় ১৫ প্রকল্প অনুমোদন

হিরো আলমের ওপর হামলার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ

ঢাকা-১৭ আসনে বিজয়ী আওয়ামী লীগের আরাফাত

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ