November 27, 2024 - 4:28 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যদেশি পণ্যের বাজার সম্প্রসারণে হচ্ছে ‘ট্যারিফ পলিসি’

দেশি পণ্যের বাজার সম্প্রসারণে হচ্ছে ‘ট্যারিফ পলিসি’

spot_img

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের বাজার ও বাণিজ্য সম্প্রসারণে ট্যারিফ পলিসি করছে সরকার। এ লক্ষ্যে ‘ন্যাশনাল ট্যারিফ পলিসি, ২০২৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১৭ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সভা শেষে বিকেলে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, ন্যাশনাল ট্যারিফ পলিসি, ২০২৩ এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। আমাদের ট্যারিফ কমিশন আছে। তারা এ সংক্রান্ত পরামর্শ দিয়ে থাকে। এ পরামর্শ প্রক্রিয়ায় আমাদের নির্দিষ্ট কোনো পলিসি ছিল না। আমরা এতদিন যে কাজগুলো করেছি সেটা সময় সময় সরকারের যে বাণিজ্যনীতি, রপ্তানি নীতি, শিল্পনীতি বা আমদানিনীতির সঙ্গে সামঞ্জস্য করে ট্যারিফ নির্ধারণের ক্ষেত্রে তারা পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, আজকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ ট্যারিফ পলিসির খসড়া উপস্থাপন করা হয়। মূলত চেষ্টা করা হবে বাংলাদেশের শিল্পায়নকে সহায়তা করে এরকম একটি এবং আন্তর্জাতিক বাণিজ্যে বা বাজারে যাতে বাংলাদেশি পণ্য প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারে, সঙ্গে বাংলাদেশি পণ্যের বাজার তৈরিতে সহায়তা করতে পারে। সেই বিষয়টিকে মাথায় রেখে ট্যারিফ পলিসির একটি রোডম্যাপ তৈরি করেছেন। আজ সেই ন্যাশনাল ট্যারিফ পলিসি, ২০২৩ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এটি বাংলাদেশে প্রথম করা হলো।

ট্যারিফ পলিসির প্রয়োজনীয়তা কী- জানতে চাইলে তিনি বলেন, আমরা এলডিসি গ্রাজুয়েশন করেছি। এখন আমরা আন্তর্জাতিক বাণিজ্যে যে সুযোগসুবিধা পাই, সেটা আস্তে আস্তে কমতে থাকবে। তারপর সরাসরি প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হবে। তখন বাজার ধরে রাখতে এবং বাজার সম্প্রসারণ করতে চাইলে আসাদের এখন যে ট্যারিফ কাঠামো আছে সে কাঠামোতে কিছু সংযোজনের প্রয়োজন আছে। আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে ব্যবসায়ীদের কীভাবে সহযোগিতা করা যায় সেজন্য একটি সুপারিশমালা তৈরি করা হয়েছে। তার ভিত্তিতে আমরা শুল্ক ও কর কাঠামোয় ধাপে ধাপে সেদিকে অগ্রসর হবে।

এখানে কয়েকটি বিষয় নজরে আনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাণিজ্য উদারিকরণ, ট্যারিফ কাঠামো যুক্তিকরণের মাধ্যমে দেশীয় শিল্পের সক্ষমতা বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ ও বহুমুখীকরণ, বিনিয়োগে উৎসাহীতকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই অর্থনীতি অর্জনের লক্ষ্যকে সামনে রেখে এ ট্যারিফ পলিসি নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ট্যারিফ পলিসিতে ১৭টির মতো নীতি রয়েছে। এটি বাস্তবায়ন ও পরিবীক্ষণে জন্য বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে একটি মনিটরিং ও অডিট কমিটি করা হয়েছে। সেখানে ১৬ সদস্যের কমিটিতে একজন সচিব, এফবিসিসিআইয়ের একজন সদস্য, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান রয়েছেন, তারা মনিটরিংয়ের কাজটি করবেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমদানি-রপ্তানি পর্যায়ে আরোপিত ট্যারিফকে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের ট্যারিফ হিসেবে গণ্য হবে। শুল্ক কাঠামো সহজীকরণ ও অপ্রয়োজনীয় জটিলতা নিরসনের উদ্দেশ্যে সমজাতীয় পণ্যে শুল্ক কর যথাসম্ভব সমান রাখার মাধ্যমে শুল্ক ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা আনতে হবে। ভোক্তার কল্যাণার্থে আমদানি পর্যায়ে আরোপিত ট্যারিফ ধাপে ধাপে যৌক্তিক পর্যায়ে হ্রাস করতে হবে। শুল্ক রেয়াত পরিহার করতে হবে।দেশীয় শিল্পের প্রতিযোগিতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে শুল্ক প্রতিরক্ষণ হার ধাপে ধাপে কমাতে হবে।

এছাড়া রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে রপ্তানিনীতির ২১ থেকে ২৪ এর ষষ্ঠ অনুচ্ছেদে যেটা আছে এবং আমদানি আন্তর্জাতিক ও দেশি উভয় বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য উৎপাদনকারী শিল্পসমূহকে কেবল রপ্তানির উদ্দেশ্যে কাঁচামাল আমদানির নিমিত্তে নির্দিষ্ট সময়ের জন্য কাঁচামাল আমদানিতে আরোপিত শুল্কের ভিত্তিতে শতভাগ ব্যাংক গ্যারান্টি বন্ডসই করতে হবে। যোগ করেন মাহবুব হোসেন।

তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকে ‘বাংলাদেশ পুলিশ (অধস্তন কর্মচারী) কল্যাণ তহবিল আইন, ২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া ‘জেলা (চট্টগ্রাম পার্বত্য জেলাসমূহে বলবৎকরণ) আইন ২০২৩’ এর খসড়ার নীতিগত চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

সিটি ব্যাংকে আইএফসির ৫০ মিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশের এসএমই শিল্পের উত্তরোত্তর সমৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে পুনরুজ্জীবিত ও জোরদারকরণে সহায়তা করতে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ-এর সদস্য ইন্টারন্যাশনাল...

নির্মাণ কাজে রডের পরিবর্তে বাঁশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঠিকাদারী কাজে সরকারের বেধে দেওয়া নিময় মানতে রাজি নন ঠিকাদার। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেশপুর হাটে ২ তলা একটি ভবনে লোহার পাইপের পরিবর্তে...

১৩ বছরেই কোটিপতি, আইপিএলে ইতিহাস গড়া কে এই বৈভব

স্পোর্টস ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় দু'দিন ধরে অনুষ্ঠিত হয়ে গেলো আইপিএল মেগা নিলাম। ৫৭৪ জন ক্রিকেটার নিলামে উঠেছিলেন। ৩৬৬ জন ভারতীয় ও ২০৮ জন...

৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৬। স্থানীয় সময় মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে দেশটির মধ্যাঞ্চলীয় উপকূলে ভূমিকম্পটি...

টিসিবির পণ্য পাবেন ১০ লাখ পোশাক শ্রমিক: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের ছাড়াও আরো ১০ লাখ গার্মেন্টস শ্রমিক পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির...

ডিএসইতে সূচকের উত্থানে বেড়েছে শেয়ারদর

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৬ নভেম্বর) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। লেনদেন...

স্ত্রী হত্যা মামলায় জামিন পেলেন সাবেক এসপি বাবুল

কর্পোরেট সংবাদ ডেস্ক: স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২৭ নভেম্বর) বিচারপতি...

যমুনা রেলসেতু নির্মাণ প্রকল্প ও চট্টগ্রাম পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পে জাইকার ঋণচুক্তি স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশ সরকারের সাথে দুইটি ঋণচুক্তি স্বাক্ষর করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। যমুনা রেলসেতু নির্মাণ (তৃতীয়) ও চট্টগ্রাম পয়োনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পে...