নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি কমেছে আদার। এই সময়ে গত বছরের একই সময়ের তুলনায় ৭৫ শতাংশ আমদানি কম হয়েছে। ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, ভারতের বাজারেই সরবরাহ কম। এ কারণে রফতানিকারকরা বিক্রির পরিমাণ কমিয়ে দিয়েছেন।
অন্যদিকে আমদানি কমে যাওয়ায় সাতক্ষীরার মসলা বাজারে তিন গুণ দাম বেড়েছে পণ্যটির। ব্যবসায়ীরা জানান, চাহিদার তুলনায় বাজারে সরবরাহ না থাকায় বেশি দামে বিক্রি হচ্ছে আদা।
এ বিষয়ে ভোমরা শুল্কস্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল পর্যন্ত ১০ মাসে এ বন্দর দিয়ে আদা আমদানি হয়েছে ১৭ হাজার ৭৯৯ টন। যার আমদানি মূল্য ১৫২ কোটি ৩৩ লাখ টাকা। গত অর্থবছরের তুলনায় আমদানি অন্তত ৭৫ শতাংশ কম।
সূত্রটি আরো জানায়, ২০২১-২২ অর্থবছরের প্রথম ১০ মাস অর্থাৎ জুলাই-এপ্রিল পর্যন্ত ভোমরা বন্দর দিয়ে মসলা পণ্যটি আমদানি হয়েছিল ৭১ হাজার ৯২২ টন। যার আমদানি মূল্য ছিল ৬১২ কোটি টাকা। সে হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে আমদানি কমেছে ৫৪ হাজার ১২৩ টন।