December 6, 2025 - 4:36 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনআজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘আদিম’

আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘আদিম’

spot_img

বিনোদন ডেস্ক : আজ (২৬ মে) শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে যুবরাজ শামীম পরিচালিত গণ-অর্থায়নে নির্মিত বহুল প্রতীক্ষিত ছবি ‘আদিম’। দেশের সর্বাধুনিক তিনটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে।

এদিকে রাজধানীর মধ্যে অত্যাধুনিক দুই মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে মুক্তি পাচ্ছে ‘আদিম’। স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় প্রতিদিন ‘আদিম’ এর দুটি শো চলবে। একটি দুপুর ২টা ২০ মিনিটে, এবং অন্য শোটি চলবে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। নির্মাতা জানান, যমুনা ব্লকবাস্টারে দিনে তিনটি শো চলবে আদিমের। সকাল ১১টা ৩০, দুপুর ২টা ৪০ এবং রাত ৮টায়।

ঢাকার অদূরে নারায়ণগঞ্জের সিনেস্কোপেও মুক্তি পাচ্ছে ‘আদিম’। এখানে তিনি ৪টি শো রয়েছে বলে জানান নির্মাতা যুবরাজ শামীম। তিনি বলেন, আদিম নির্মাণের পেছনে নারায়ণগঞ্জ শহরের একটা বিরাট ভূমিকা আছে। এই শহরে আদিম চলবে, এটা ভাবতেই উচ্ছ্বাস কাজ করছে। সিনেস্কোপকে সব সময় ফর্মূলা ছবির পাশাপাশি অন্য ধরনের ছবিকেও প্রমুট করতে দেখেছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

নির্মাতা জানান, সিনেস্কোপ নারায়ণগঞ্জে দুপুর ১২টা থেকে রাত পর্যন্ত মোট ৪টি শো থাকছে। ১২টার শো ছাড়াও প্রতিদিন দুপুর ৩টা, বিকাল সাড়ে ৫টা এবং রাত ৮টায় শো রয়েছে।

দেশের প্রেক্ষাগৃহে আদিম মুক্তি পাচ্ছে, এই প্রতিক্রিয়ায় যুবরাজ শামীম বলেন,“একটা ছবিতে পরিচিত মুখ নাই, তারউপর নির্মাতার প্রথম ছবি। তবুও স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার কিংবা সিনেস্কোপের মতন দেশের সর্বাধুনিক সিনেমা হল ছবিটা নিলো! আদিম এর চরিত্র কালা, ল্যাংড়া আর সোহাগীকে নিয়ে আমরা সদলবলে শুক্রবার থেকে সিনেমা হলগুলোতে ঘুরে বেড়াবো, ভাবতেই কেমন পুলক অনুভব করছি।”

‘আদিম’ এর পুরো জার্নিতে যারা পাশে ছিলেন, ছবি মুক্তির প্রাক্কালে তাদের প্রতি ধন্যবাজ জানিয়ে যুবরাজ বলেন,“আদিম নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শনী ও পুরস্কৃত হওয়া সহ দেশের প্রেক্ষাগৃহে আসতে পারার পুরো জার্নিটা সম্ভব হয়েছে আমার শেয়ার হোল্ডার, সাংবাদিক ভাই বোন এবং আদিম এর কলাকুশলীদের সমর্থনের কারণে। তাদের সকলের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি।”

টঙ্গীর ব্যাংক মাঠ বস্তিতে হয়েছে ‘আদিম’ এর শুটিং। সিনেমার কাহিনীও বস্তিকে কেন্দ্র করেই। এর চরিত্ররাও বস্তিতেই বাস করেন। গণঅর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত এবং সহ প্রযোজক হিসেবে সিনেমাকার ও লোটাস ফিল্ম।

ল্যাংড়া চরিত্রে বাদশা ছাড়াও আদিম এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা। সাউন্ড ও কালারে সুজন মাহমুদ। চলচ্চিত্রটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা রাসেল আহমেদকে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কক্সবাজারে হোটেল সি প্যালেসে এই সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই...

রাজনীতির ধ্রুবতারা খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন

এম. গোলাম মোস্তফা ভুইয়া।। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন এক নাম, যিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্র, আন্দোলন ও সংগ্রামের প্রতীক...

ডিএমপির ৫০ থানার ওসির রদবদল

কর্পোরেট সংবাদ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত...

আগুনে দগ্ধ আরিফিন শুভ, তবুও চালিয়ে যান শুটিং

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ দুর্ঘটনার শিকার হয়েছেন। তার নতুন সিনেমা ‘মালিক’-এর শুটিং চলাকালীন অ্যাকশন দৃশ্যের সময় শরীরে আগুন লেগে যায়।...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন...

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ পদক জয়

কর্পোরেট ডেস্ক: ২২তম আর্ন্তজাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-এ (আইজেএসও-২০২৫) বাংলাদেশ দল ৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর আল-আরাফাহ্...

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে...