January 14, 2026 - 3:09 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যটিসিবির জন্য সয়াবিন তেল-চিনি ও সার কিনবে সরকার

টিসিবির জন্য সয়াবিন তেল-চিনি ও সার কিনবে সরকার

spot_img

অর্থ-বাণিজ্য ডেস্ক : সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি) দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রায় ১ কোটি ৮০ লাখ লিটার সয়াবিন তেল, ৮০,০০০ মেট্রিক টন সার ও ১২,৫০০ মেট্রিক টন চিনি সংগ্রহের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন করেছে।

বুধবার (২৪ মে) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত চলতি বছরের সিসিজিপির ১৮তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, দিনের সিসিজিপি বৈঠকে মোট ১১টি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের প্রেক্ষিতে রাষ্ট্র পরিচালিত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আন্তর্জাতিক টেন্ডার পদ্ধতিতে এসেনচুয়েট টেকনোলোজি আইএনসি ইউএসএ (স্থানীয় এজেন্ট: ওএমসি লি. ঢাকা) এর কাছ থেকে প্রতি লিটার ১৪০.১৬ টাকা দরে মোট প্রায় ১২৯.৫৮ কোটি টাকায় প্রায় ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয় করবে।

এছাড়াও, টিসিবি ব্র্যান্ডশেয়ার ট্রেডিং লিমিটেড ঢাকার কাছ থেকে সরাসরি সংগ্রহ পদ্ধতিতে প্রতি কেজি ১০৫ টাকা দরে মোট প্রায় ১৩১.২৫ কোটি টাকায় প্রায় ১২,৫০০ মেট্রিক টন চিনি সংগ্রহ করবে।

টিসিবি সিটি এডিবল অয়েল লিমিটেড এর কাছ থেকে স্থানীয় উন্মুক্ত টেন্ডার পদ্ধতিতে প্রতি লিটার ১৮২.৬৫ টাকা দরে প্রায় ১২৭.৮৫ কোটি টাকা দিয়ে ৭০ লাখ লিটার সয়াবিন তেল সংগ্রহ করবে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বলেন, কৃষি মন্ত্রণালয়ের দুটি পৃথক প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) তৃতীয় লটের আওতায় ওসিপি, এসএ, মরক্কোর কাছ প্রতি টন ৩৬৮ মার্কিন ডলার দরে মোট ১২০.০৩ কোটি টাকার প্রায় ৩০,০০০ মেট্রিক টন টিএসপি সার ক্রয় করবে।

এছাড়াও, বিএডিসি কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের কাছ থেকে ৫ম লটের অধীনে প্রতি টন ৪১৮ মার্কিন ডলার দরে প্রায় ২২৬.৬৮ কোটি টাকায় ৫০,০০০ মেট্রিক টন এমওপি সার সংগ্রহ করবে।

মাহবুব জানান, দিনের সিসিজিপি সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর নিয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) পৃথক তিনটি প্রস্তাব অনুমোদন করা হয়।

তিনি বলেন, চেইন ইঞ্জিনিয়ালিং কো. লি. কোরিয়া, ইউশিন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, কোরিয়া এবং ইঞ্চিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালট্যান্টস লি. বাংলাদেশ যৌথ উদ্যোগে প্রায় ৫৩ কোটি ৫৩ লাখ ৩৪ হাজার ৩৭৫ টাকা ব্যয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর উন্নয়ন প্রকল্পে পরামর্শক হিসেবে কাজ করবে। সিসিইসিসি, চীন ও সিআরসিসি, চীন এর যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের অধীনে মিরেসরাই-২এ অর্থনৈতিক অঞ্চল এলাকায় প্রায় ২৩৭.৯৯ কোটি টাকা ব্যয়ে ১০.৭০ কিলোমিটার রাস্তা ও ১৬.৫৫৭ কিলোমিটার ড্রেনেজ নির্মাণের কাজ বাস্তবায়ন করা হবে।

এছাড়াও, সিসিজিপি সভা অপর একটি প্রস্তাব অনুমোদন করেছে-যার অধীনে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড মিররসরাই-২বি অর্থনৈতিক অঞ্চল এলাকায় প্রায় ২১৯.৯৩ কোটি টাকা ব্যয়ে ১২.১০ কিলোমিটার রাস্তা ও ১২.৮৬১ কিলোমিটার ড্রেনেজ নেটওয়ার্ক নির্মাণ করবে।

এছাড়া বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের একটি প্রস্তাব এবং স্থানীয় সরকার বিভাগ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের দুটি পৃথক প্রস্তাব অনুমোদন করা হয়।

আরও পড়ুন:

ডলার সংকটে জ্বালানির মূল্য পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ: রয়টার্স

২২ সেপ্টেম্বর বাংলাদেশের বাণিজ্য মেলা হবে নিউইয়র্কে

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কেএফসি’র মেন্যুতে নতুন সংযোজন: বক্স মাস্টার

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশে গ্লোবাল ব্র্যান্ড কেএফসি'র একমাত্র ফ্র্যাঞ্চাইজি “ট্রান্সকম ফুডস লিমিটেড” ২০০৬ সাল থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে। কেএফসি বাংলাদেশ প্রতিবারের মতো এবারও গ্রাহকদের...

নির্বাচন ১২ ফেব্রুয়ারিই হবে, এক দিন আগে নয়-পরেও নয়: প্রধান উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আগামী ১২ ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি...

মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাদল মোল্যা (১৬) নামে এক কিশোর স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।...

নির্বাচনে ৩৭ হাজার বিজিবি সদস্য মোতায়েন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন সাধারণ নির্বাচনের নিরাপত্তার কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বিজিবি থেকে নির্বাচনে ৩৭...

নির্বাচন উপলক্ষে বিদেশি নাগরিকদের ভিসা প্রদানে নতুন নির্দেশনা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিদেশি নাগরিকদের আগমন, অবস্থান ও প্রস্থান নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে আগমনী ভিসাসহ (অন...

মুসলিম ব্রাদারহুডের তিন শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ট্রাম্প প্রশাসন

ইমা এলিস, নিউ ইয়র্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্যভিত্তিক মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার অঙ্গীকার বাস্তবায়ন করেছে। এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট...

বছরের প্রথম ১০ দিনে আইসিই হেফাজতে চার অভিবাসীর মৃত্যু

ইমা এলিস, নিউ ইয়র্ক: ২০২৬ সালের প্রথম ১০ দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) হেফাজতে চতুর্থ কোনো বন্দির মৃত্যু হয়েছে। সর্বশেষ মারা...

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন পড়ে ২২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের নাখোন রাতচাসিমা প্রদেশে ভয়াবহ এক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। চলন্ত যাত্রীবাহী ট্রেনে একটি নির্মাণাধীন ক্রেন পড়ে অন্তত ২২ জন নিহত এবং...