October 8, 2024 - 4:31 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

spot_img

অর্থ-বাণিজ্য ডেস্ক : দেশের ব্যাংকগুলোকে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নিয়মিত অগ্নি নির্বাপণ সংক্রান্ত মহড়া আয়োজন করতে হবে। একই সঙ্গে অগ্নি দুর্ঘটনার ক্ষেত্রে স্বয়ংক্রিয় প্রতিকার ব্যবস্থার যন্ত্রপাতির কার্যকারিতা ও ভবনে কর্মরত সকলের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (২২ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশে কার্যরত সকল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট পাঠিয়েছে।

ব্যাংকের ব্যবসা কেন্দ্রসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশে অগ্নিকাণ্ডের ঘটনা প্রতিরোধ এবং অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে সরকার কর্তৃক অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩; অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ বিধিমালা, ২০১৪ এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, ২০২০ প্রবর্তন করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় জীবন ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হচ্ছে। তাই অগ্নিকাণ্ডের ঘটনা প্রতিরোধ এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে উল্লিখিত আইন, বিধিমালা ও কোডের প্রযোজ্য নির্দেশনাসমূহ যথাযথভাবে পরিপালনের জন্য পরামর্শ দেওয়া হলো।

বিশেষত, অগ্নি দুর্ঘটনার ক্ষেত্রে স্বয়ংক্রিয় প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত যন্ত্রপাতি এবং মানুষ কর্তৃক ব্যবহার্য যন্ত্রপাতিসমূহের কার্যকারিতা পরীক্ষাসহ ভবন বা দালানে কর্মরত সকলের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত বিরতিতে অগ্নি নির্বাপণ সংক্রান্ত মহড়া আয়োজন করতে হবে।

এছাড়াও ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে ২০১৫ সালে জারি করা এ সংক্রান্ত সার্কুলার এবং প্রচলিত বিধি-বিধানের আলোকে ব্যাংকের ব্যবসা কেন্দ্রসমূহের নিরাপত্তা জোরদারকরণের লক্ষ্যে পরামর্শ প্রদান করা হলো।

ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ