তথ্য-প্রযুক্তি ডেস্ক : মাইক্রোব্লগিং সাইট টুইটারে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিয়েছেন প্রতিষ্ঠানের মালিক ও মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে টুইটারের নতুন নিয়োগকৃত ওই প্রধান নির্বাহী কর্মকর্তার নাম ঘোষণা করেননি মাস্ক।
অবশ্য নাম ঘোষণা না করলেও ‘টুইটার বস’ হিসেবে যে একজন নারী আসতে চলেছেন তা পরিষ্কার করে দিয়েছেন তিনি। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ওই নারী সিইও দায়িত্ব নিতে যাচ্ছেন। আর মাস্ক থাকবেন এক্সিকিউটিভ চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) হিসেবে।
এক টুইটে মাস্ক বলেন, ‘আমি স্পেসএক্স ও টুইটারের জন্য একজন নতুন সিইও নিয়োগ দিয়েছি ঘোষণা দিতে পেরে উচ্ছ্বসিত। তিনি (She) আনুমানিক ছয় সপ্তাহের মধ্যে কাজ শুরু করবেন!’ সূত্র: বিবিসি।