January 12, 2025 - 5:57 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআইন-আদালতশেরপুরে ইজিবাইক চালক হত্যা: মূলহোতাসহ গ্রেফতার ৪

শেরপুরে ইজিবাইক চালক হত্যা: মূলহোতাসহ গ্রেফতার ৪

spot_img

আল আমিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের খুনুয়া চরপাড়া (মধ্যপাড়া) গ্রামের ইজিবাইক চালক উজ্জল মিয়া (৪২) হত্যাকান্ডের মূলহোতা ও হত্যাকারী মো. শামীমসহ ৫ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (৮ মে) ময়মনসিংহ র‌্যাব-১৪ এর কমান্ডিং অফিসার (সিও) ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে এতথ্য জানান।

তিনি বলেন, গত ২৮ এপ্রিল সকালে ইজিবাইক চালক ৬ সন্তানের জনক দরিদ্র মো. উজ্জল মিয়া জীবিকার সন্ধানে তার ইজিবাইকটি নিয়ে বাড়ী থেকে বের হয়ে যায়। এরপর সে আর সন্ধ্যায় বাড়ী ফিরেনি। পরে ২৯ এপ্রিল রাত ১টার দিকে উজ্জল মিয়া তার ছোট ভাই মো. সুজন মিয়াকে মোবাইল ফোনে জানায় সে যাত্রী নিয়ে ঘুঘুরাকান্দি এলাকায় আছে। এদিকে যাত্রী বেশি ইজিবাইক ছিনতাইকারীরা রাতের কোন এক সময়ে তাকে শ্বাসরোধে হত্যা করে তার ইজিবাইকটি ছিনতাই এবং তার লাশ খুনুয়া পশ্চিম পাড়ার জনৈক দোছ মাহমুদের ধান খেতের পার্শ্বে ফেলে রেখে যায়।

এদিকে পরিবারের লোকজন উজ্জল মিয়া বাড়ী ফিরে না যাওয়ায় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জানতে পারে এক ব্যক্তির লাশ পড়ে আছে। পরে খবর পেয়ে পরিবারের লোকজন ওই স্থান গিয়ে তার মৃতদেহ সনাক্ত করে।

এঘটনায় নিহতের ছোট ভাই মো. সুজন মিয়া বাদী হয়ে শেরপুর সদর থানায় ওইদিন একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ৬৪, তারিখ-২৯/৪/২০২৩ইং। 

গ্রেফতারকৃত অন্যান্যরা হলেন- সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের দুছুরা ছনকান্দা (কালাম বাজার) গ্রামের মো. মোফাজ্জল হোসেনের ছেলে মো. আবুল হোসেন (২৭), জামালপুর জেলার সদর উপজেলার জিগাতলা গ্রামের মো. আজাহার আলীর ছেলে মো. রুবেল হোসেন (৩৫), একই উপজেলার কোচনধরা গ্রামের মৃত জিন্নাত আলীর ছেলে মো. সুলতান মিয়া (৪৫) ও হরিপুর গ্রামের আঃ করিমের ছেলে মো. মঞ্জুরুল হক (৩০)। 

পরবর্তীতে এঘটনায় র‌্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে এবং হত্যার রহস্য উদঘাটন করতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে সিনিয়র সহকারি পুলিশ সুপার এম.এম. সবুজ রানা সঙ্গীয় ফোর্সসহ ৭ মে দুপুর ২টার দিকে ঢাকা জেলার ধামরাই কলেজ রোড এলাকা থেকে প্রথমে হত্যাকান্ডের সাথে জড়িত ও ইজিবাইক ছিনতাইয়ের মূল আসামী মো. শামীমকে গ্রেফতার করা হয়। পরে সে ইজিবাইক চালক উজ্জল মিয়াকে হত্যার স্বীকারোক্তি এবং ছিনতাইকৃত ইজিবাইক বিক্রিয়ের কথা ও ক্রয়কারীদের নাম, ঠিকানার বর্ণনা দেন। 

এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের অভিযানিক দল জামালপুর জেলার সদর উপজেলার বিভিন্ন গ্রামে ওইদিন অভিযান চালিয়ে পর্যায়ক্রমে সংঘবদ্ধ ইজিবাইক ছিনতাই ও ক্রয়বিক্রয় দলের চার সদস্যকে গ্রেফতার করে বলে প্রেস ব্রিফিংয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানানো হয়। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

সীমান্তে বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতা আশা করে ভারত: প্রণয় ভার্মা

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশ ও ভারত সীমান্তে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে বিএসএফের কাঁটাতারের বেড়া স্থাপনের প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করেছিল...

দেশব্যাপী চলছে আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি

কর্পোরেট ডেস্ক: সুবিধাবঞ্চিত শীতার্ত জনগোষ্ঠীর দুর্দশা লাঘবের লক্ষ্যে শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি, তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আত্ততায় দেশব্যাপী কম্বল বিতরণ কর্মসূচি...

খেলাপি বিনিয়োগ আদায়ে ইউনিয়ন ব্যাংকের অবস্থান কর্মসূচী

কর্পোরেট ডেস্ক: গ্রাহকের আস্থা বৃদ্ধি এবং ব্যাংকের ভীত অধিকতর শক্তিশালীকরণের লক্ষ্যে ইউনিয়ন ব্যাংক পিএলসি নতুন বছরে খেলাপি বিনিয়োগ আদায়ের লক্ষ্যে নানাবিধ কর্মসূচী গ্রহণ করেছে। উক্ত...

চানখারপুলে নির্বিচারে গুলি করে হত্যা: পুলিশ কনস্টেবল সুজন কারাগারে

কর্পোরেট সংবাদ ডেস্ক : গত ৫ আগস্ট ছাত্র-জনতার কর্মসূচি চলাকালে রাজধানীর চানখারপুলে গুলি করে কয়েকজনকে হত্যার অভিযোগে গণহত্যার ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে...

সাবেক এমপি নদভীকে আরও পাঁচ মামলায় গ্রেফতার: আদালতের নতুন আদেশ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে আরও পাঁচটি মামলায় গ্রেফতার দেখানোর জন্য আদালত নির্দেশ দিয়েছেন। রোববার (১২ জানুয়ারি) চট্টগ্রাম...

রেলওয়ে সাংবাদিকদের কক্সবাজারে মিলনমেলা: সমুদ্রের সঙ্গেই অন্যরকম উৎসব

নিজস্ব প্রতিবেদক: রেলওয়ে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আরজেএ) আয়োজিত বার্ষিক বনভোজন-২০২৫ পরিণত হয়েছিল এক অনন্য মিলনমেলায়। কক্সবাজারের সমুদ্র সৈকতের সৌন্দর্যে মুগ্ধ হয়ে নবীন-প্রবীণ সাংবাদিকদের এই জমজমাট...

সাউথইস্ট ব্যাংকের সাথে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সমঝোতা স্মারক স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি ঢাকায়, ব্যাংকের প্রধান কার্যালয়ে, রবিবার (১২ জানুয়ারী, ২০২৫) বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের (বিএসএইচএল) সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই...

মিডল্যান্ড ব্যাংকের সর্বোচ্চ দরপতনের শীর্ষে

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের শেয়ারদর সপ্তাহের প্রথম কার্যদিবসে রবিবার আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক...