শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে হরিণের মাংসসহ দুই চোরা শিকারীকে আটক করেছে পুলিশ।
সোমবার (৮ মে) সকাল সাড়ে ৯ টায় দিকে শ্যামনগর উপজেলা সদরের বাদঘাটার গ্রামের কৈতলা এলাকা থেকে ১২ কেজি হরিণের মাংসসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বাদঘাটা গ্রামের রুহুল আমিনের ছেলে রবিউল ইসলাম ও আমাজাদ হোসেন ছেলে আজাদ হোসেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, রবিউল ইসলাম দীর্ঘ দিন ধরে চোরাই হরিণের মাংসের ব্যবসার সাথে জড়িত।
শ্যামনগর থানার এসআই সাখাওয়াতুল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিউল ইসলাম ও তার মামা আজাদ হোসেনকে হরিণের মাংসসহ আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা দীর্ঘদিন এ কাজের সাথে জড়িত রয়েছে বলে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, আটককৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দেওয়া হয়েছে।