কর্পোরেট সংবাদ ডেস্ক : ডলার সংকট ও রেমিট্যান্স জটিলতার কারণে বাংলাদেশে সীমিত করা হয়েছে ফেসবুকসহ মেটা প্ল্যাটফর্মের বিজ্ঞাপনী কার্যক্রম। এমনটায় ঘোষণা দিয়েছে ফেসবুকের বাংলাদেশি সেলস রিপ্রেজেন্টেটিভ এইচটিটিপুল।
সম্প্রতি একটি চিঠির মাধ্যমে ডলার সংকট ও রেমিট্যান্স জটিলতার কারণে এমন সিদ্ধান্তের কথা জানায় প্রতিষ্ঠানটি।
দেশীয় প্রতিষ্ঠান এবং বিশেষ করে যারা কমপ্লায়েন্স থাকতে চায় তারা সমস্যায় পড়বে এইচটিটিপুলের এই ঘোষণায়। সাময়িক সমস্যায় পড়বে এফ-কমার্স (ফেসবুক নির্ভর প্রতিষ্ঠান) হিসেবে পরিচিত ব্যবসাগুলো।
গ্রাহকদের পাঠানো এক চিঠিতে ফেসবুকসহ মেটা প্ল্যাটফর্মের বিজ্ঞাপনী কার্যক্রম সীমিত করার পেছনে ডলার সংকট ও বিদেশে রেমিট্যান্স পাঠানোয় জটিলতার কথা উল্লেখ করা হয়েছে।
এইচটিটিপুল জানিয়েছে, সমস্যা সমাধানে তারা কাজ করছে। তবে বর্তমানে সৃষ্ট পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে।