October 6, 2024 - 3:23 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্য৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে আকরিক লোহা

৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে আকরিক লোহা

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার সরবরাহ মূল্য বেড়েছে। দালিয়ান বেঞ্চমার্কে শক্ত ধাতুটির দাম ৬ মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ রয়েছে। সেই সঙ্গে বার্ষিক ভিত্তিতে চলতি বছরে ৪৩ শতাংশ লাভের পথে আছে কঠিন ধাতুটি। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদক চীন। ২০২৩ সালে সম্পত্তি খাতে আকরিক লোহার চাহিদা পুনরুদ্ধারের আশা করা হচ্ছে। চলতি সপ্তাহে ইস্পাত তৈরির উপকরণটির স্পট মূল্যও বৃদ্ধি পেয়েছে। গত ৫ মাসের মধ্যে যা সর্বোচ্চ।

শুক্রবার (১ জানুয়ারি) চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী মে মাসের আকরিক লোহার দর ঊর্ধ্বমুখী হয়েছে ২.২ শতাংশ। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৮৫৮ ইউয়ানে (১২৩ ডলার ২৯ সেন্ট)। গত ১০ জুনের পর যা সর্বাধিক।

একই দিনে সিঙ্গাপুর এক্সচেঞ্জে লৌহ আকরিকের আগামী জানুয়ারির চুক্তি মূল্য বেড়েছে ০.৭ শতাংশ। টন প্রতি যার দাম নিষ্পত্তি হয়েছে ১১৫ ডলার ৯৫ সেন্টে। গত জুলাইয়ের পর যা সবচেয়ে বেশি।

বৃহস্পতিবার স্পটে ৬২ শতাংশ –গ্রেড আকরিক লোহার দর বেড়ে প্রতি টন বিক্রি হয় ১১৬ ডলারে। গত আগস্টের শুরুর পর যা সর্বোচ্চ। স্টিল হোম কনসালটেন্সি ফার্মের এক পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

গত মার্চে টনপ্রতি লৌহ আকরিকের দাম ওঠে ১৬৩ ডলারে। আকস্মিকভাবে চীন করোনাভাইরাস মহামারি নিষেধাজ্ঞা শিথিল এবং অবকাঠামো খাতে অর্থনৈতিক প্রণোদনা দেয়ার পদক্ষেপ নেয়ায় এ পরিস্থিতির উদ্ভব হয়।

তবে পরে গুরুত্বপূর্ণ ধাতুটির দরপতন হতে থাকে। গত নভেম্বরে তা ৮০ ডলারে নেমে আসে। বেইজিং কঠোর কোভিড-১৯ নীতি গ্রহণ করায় এবং সম্পত্তি খাতে মন্দার শঙ্কায় এ অবস্থার সৃষ্টি হয়।

সিটি বিশ্লেষকরা বলছেন, আসন্ন মেয়াদে আকরিক লোহার দাম চড়া থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে। প্রতি টনের মূল্য উঠতে পারে ১২০ ডলারে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ