September 20, 2024 - 5:35 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিশেষ প্রতিবেদনকর্পোরেট ক্রাইমচট্টগ্রামে নকল ভিম ও হারপিক অভিযান, একজনের কারাদণ্ড

চট্টগ্রামে নকল ভিম ও হারপিক অভিযান, একজনের কারাদণ্ড

spot_img

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকার শামসু কলোনিতে নকল হারপিক ও ভিম লিকুইড তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে আবদুর রহমান নামের এক ব্যক্তিকে দু’মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া অভিযানে ৪০০ বোতল নকল হারপিক ও ২০০ বোতল নকল ভিম লিকুইড পুড়িয়ে ধ্বংস করা হয়। রোববার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

জানা গেছে, আবদুর রহমান নামের ওই ব্যক্তি বহদ্দারহাট সামসু কলোনিতে কারখানা খুলে নকল হারপিক ও ভিম লিকুইডের তৈরি করছিল। এসব নকল হারপিক ও ভিম লিকুইড নগরীর বিভিন্ন জায়গায় পাইকারি বিক্রি করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছিল। জেলা প্রশাসনের অভিযানে আব্দুর রহমানকে ভেজাল হারপিক ও ভিম লিকুইড তৈরির সময় হাতেনাতে আটক করা হয়। এই সময় তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, ‘নকল হারপিক ও ভিম লিকুইড তৈরির কারখানায় অভিযান চালিয়ে আবদুর রহমান নামের একজনকে দু’মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে ৪০০ বোতল নকল হারপিক ও ২০০ বোতল নকল ভিম লিকুইড পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ