October 7, 2024 - 9:33 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআইন-আদালত৩ লাখ ইয়াবা পাচার: ৬ জনের ৭ বছর করে কারাদন্ড

৩ লাখ ইয়াবা পাচার: ৬ জনের ৭ বছর করে কারাদন্ড

spot_img

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: ৩ লাখ ইয়াবা ট্যাবলেট পাচারের মামলায় ৬ জন পাচারকারীকে ৭ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একইসাথে দন্ডিতদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ২ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

রবিবার (৯ এপ্রিল) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক (ভাঃ) নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন। একই আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন এ তথ্য জানিয়েছেন।

দন্ডিতরা হলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া গ্রামের মোঃ আবুল কাসেমের পুত্র মোঃ আলম প্রকাশ চলনদার, নুরুল আলমের পুত্র নাছির উদ্দিন, মফিজের পুত্র মোঃ জসিম, সাইফুল হকের পুত্র কলিম উল্লাহ, সুফি আলমের পুত্র মোঃ হোসেন এবং একই উপজেলার শেখেরখীল গ্রামের মঞ্জুর আলমের পুত্র মোঃ কামাল। রায় ঘোষণার সময় দন্ডিতরা আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্র পক্ষে একই আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোজাফফর আহমদ হেলালী এবং দন্ডিত আসামীদের পক্ষে অ্যাডভোকেট মোঃ জাহেদ চৌধুরী মামলাটি পরিচালনা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ