নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৩০টি কোম্পানির ২ কোটি ৭২ লক্ষ ৫ হাজার ৫৯৭ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১৭৮ কোটি ৪২ লক্ষ ৫৯ হাজার ৩৩৫ টাকা।
রোববার (১ জানুয়ারি) ডিএসই সূত্রে এ জানা গেছে।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১১.৪৪ পয়েন্ট কমে ৬১৯৫.৩৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১.৭০ পয়েন্ট কমে ২১৯৩.৬০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.২৪ পয়েন্ট কমে ১৩৫৫.৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬২টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- অরিয়ন ইনফিউশন, ইন্ট্রাকো রিফুয়েলিং, বসুন্ধরা পেপার, অরিয়ন ফার্মা, বেঙ্গল উইন্ডসোর, মুন্নুু সিরামিক, জেনেক্স ইনফোসিস, আমরা নেট, বিএসসি ও ইস্টার্ন হাউজিং।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আইসিআইসিএল, মার্কেন্টাইল ইন্সুঃ, বেঙ্গল উইন্ডসোর, ফাইন ফুডস, মেঘনা লাইফ ইন্সুঃ, মুন্নুু সিরামিক, ইসলামি ব্যাংক লিঃ, মেঘনা সিমেন্ট, পূবালী ব্যাংক লিঃ ও এপেক্স ফুটওয়্যার।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:-আনোয়ার গ্যালভানাইজিং, ই জেনারেশন, এডভেন্ট ফার্মা, নাভানা ফার্মা, এডিএন টেলিকম, ইস্টার্ন কেবলস, মনোস্পুল পেপার, সামিট এলায়েন্স পোর্ট, জেনেক্স ইনফোসিস ও বিডি থাই ফুড।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬০২৬৪৯০৫৭৫৫১.০০।