October 8, 2024 - 4:27 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যবৈশ্বিক অবস্থা বিবেচনায় আমরা ভালো আছি : বাণিজ্যমন্ত্রী

বৈশ্বিক অবস্থা বিবেচনায় আমরা ভালো আছি : বাণিজ্যমন্ত্রী

spot_img

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কিছুটা কষ্ট হলেও বৈশ্বিক অবস্থা বিবেচনায় আমরা অন্যান্য দেশের তুলনায় ভালো আছি। এ অবস্থা বিবেচনায় নিয়ে বিএনপিকে সরকারের সমালোচনা করার আহ্বান জানাচ্ছি।

রোববার (৯ এপ্রিল) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দকৃত করোনাকালীন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

টিপু মুনশি বলেন, বৈশ্বিক অবস্থা ভালো হলে দেশের মানুষ আরও বেশি স্বাচ্ছন্দ্যে থাকবে। এ জন্য আমাদের ধৈর্য ধরতে হবে। বাংলাদেশের মুদ্রাস্ফীতি শতকরা ৯ ভাগ হলেও পাকিস্তানে এটি শতকরা ৩৫ ভাগ। মানুষের কষ্ট হলেও বৈশ্বিক অবস্থা বিবেচনায় বাংলাদেশের মানুষ ভালো আছে। এ কারণে বিএনপির উচিত বৈশ্বিক অবস্থা বিবেচনা করে বাংলাদেশ নিয়ে সমালোচনা করা। দেশের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ন না হয় সেদিকে খেয়াল রেখে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানাই।

বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার প্রতি মাসে ৭ থেকে ৮শ কোটি টাকা ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য অস্বচ্ছলদের মাঝে বিক্রি করায় রমজানে মানুষের মাঝে কোনো হাহাকার নেই। বৈশ্বিক অবস্থা ভালো হলে দেশের মানুষ আরও বেশি স্বাচ্ছন্দ্যে থাকবে। এজন্য আমাদের ধৈর্য ধরতে হবে। সবাইকে সহযোগিতা করতে হবে। সবাই মিলে আন্তরিকভাবে কাজ করলে দেশের অবস্থা ভালোর দিকে যাবে।

রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফর, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন:

আজ থেকে মিলবে নতুন টাকা, পাওয়া যাবে যেসব ব্যাংকে

২০২৩ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ৩% এর নিচে নামবে: আইএমএফ প্রধান

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ