January 14, 2026 - 6:45 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যআমদানিতে ঋণপত্র খোলা কমেছে ২৩.৪৫ শতাংশ

আমদানিতে ঋণপত্র খোলা কমেছে ২৩.৪৫ শতাংশ

spot_img

অর্থ-বাণিজ্য ডেস্ক : ডলার-সংকট ও বাংলাদেশ ব্যাংকের কড়াকড়ির কারণে চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) আমদানিতে ঋণপত্র খোলার হার কমেছে ২৩.৪৫ শতাংশ। একই সময়ে ঋণপত্র নিষ্পত্তি কমেছে ১.২২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের প্রথম আট মাসে আমদানি লেটার অফ ক্রেডিট (এলসি) খোলার পরিমাণ ছিল ৪ হাজার ৫৫১ কোটি ডলার। এর আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিলো ৫ হাজার ৯৪৫ কোটি ডলার। অর্থাৎ ২০২২ অর্থবছরের একই সময়ের তুলনায় এলসি খোলা কমেছে ১ হাজার ৩৯৪ কোটি ডলার বা ২৩.৪৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, জুলাই-ফেব্রুয়ারি সময়ে ভোগ্যপণ্য, মধ্যবর্তী পণ্য, ক্যাপিটেল মেশিনারি এবং শিল্পের কাঁচামাল আমদানি উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে এসময় পেট্রোলিয়ামের আমদানি ঋণপত্র খোলা বেড়েছে ২৪ দশমিক ৫১ শতাংশ।

এসময় ভোগ্যপণ্য আমদানির জন্য এলসি খোলা হয় ৫৪৯ কোটি ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ৬৪৩ কোটি ডলার। অর্থাৎ আগের বছরের তুলনায় ভোগ্যপণ্যের এলসি খোলা কমেছে ১৪.৫৩ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম আট মাসে ক্যাপিটেল মেশিনারির জন্য এলসি খোলা হয় ২১৪ কোটি ডলারের। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিলো ৪৬৬ কোটি ডলার। সেই তুলনায় ক্যাপিটেল মেশিনারির ঋণপত্র খোলা কমেছে ২৫২ কোটি ডলার বা ৫৪.১১ শতাংশ। এই সময় টেক্সটাইল যন্ত্রপাতির এলসি খোলা কমেছে ৭০.৪২ শতাংশ। আর গার্মেন্টস ইন্ডাস্ট্রির যন্ত্রপাতি আমদানি কমেছে ৬৩.৫৪ শতাংশ।

মূলধনি যন্ত্রপাতি আমদানি করে উদ্যোক্তারা সাধারণত কারখানার সম্প্রসারণ এবং নতুন শিল্প-কারখানা স্থাপন করেন। এর ফলে শিল্প খাতে বিনিয়োগ বাড়ে। একই সঙ্গে দেশে নতুন কর্মসংস্থান তৈরি হয় এবং মানুষের ক্রয়ক্ষমতা বাড়ে। এছাড়া সামগ্রিক অর্থনীতিতে গতিশীলতা আসে। নতুন বিনিয়োগ করতে না পারায় ব্যবসায়ী-শিল্পপতিরা ব্যবসা সম্প্রসারণ কিংবা নতুন কলকারখানা স্থাপন বা সম্প্রসারণ কমিয়ে দিয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আলোচ্য সময়ে মধ্যবর্তী পণ্যের ৩০.৩২ শতাংশ এবং শিল্পের কাঁচামালের ৩০.০৫ শতাংশ এলসি বা ঋণপত্র খোলা কমেছে।

করোনার ধাক্কা সামলে কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করেছিলো দেশের অর্থনীতি। এমন সময়ে শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এর প্রভাবে বিশ্ববাজারে কাঁচামাল ও জাহাজভাড়া অস্বাভাবিক বৃদ্ধি পায়। একই সঙ্গে মূল্যস্ফীতি বাড়তে থাকে ও ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার ব্যাপক পতন হয়। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার শঙ্কায় দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে। এসব অস্থিরতার মধ্যেই দেশে ব্যাপকহারে ডলার সংকট দেখা দেয়। এসময় সংকট কাটাতে এলসি খোলায় কড়াকড়ি আরোপ করে সরকার।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে পূর্ব-পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী...

সাতক্ষীরায় বাসের ধাক্কায় নিহত ১

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান রানা নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ট্রেইনিং ইনষ্টিটিউটে শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) ব্যাংকের ব্যবস্থাপনা...

১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন সার কিনবে সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং ৪০ হাজার মেট্রিক টন সার সংগ্রহের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার...

বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়ে...

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

গণভোট নিয়ে স্কুল-কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর আলোকে সংবিধান সংস্কারের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক গণভোট নিয়ে...