January 18, 2025 - 12:53 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যদোড়গোড়ায় কড়া নাড়ছে ঈদ: কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা

দোড়গোড়ায় কড়া নাড়ছে ঈদ: কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা

spot_img

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি : দোড়গোড়ায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। রহমতের ১০ দিন শেষে শুরু হয়েছে মাগফেরাত। এরপর নাজাতের ১০ দিন শেষ হলেই মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। বাকি আর ১৫দিন। ঈদ মানেই আনন্দ। আর এ আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দেয় নতুন পোশাক। তাই তো ঈদের সময় যতই ঘনিয়ে আসছে, নতুন নতুন পোশাক কিনতেমার্কেটে ওদর্জির কাছে ছুটে যাচ্ছে সবাই। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে মনের মতো ডিজাইনের পোশাক কিনতে তৈরী পোশাকের দোকানে এবং নিজের পছন্দ মতো পোশাক বানাতে মানুষ ভিড় করছেন দর্জিপাড়ায়। ঈদুল ফিতরের ঈদ আনন্দের অন্যতম উপকরন নতুন পোষাক। আর তাই রোজা শুরুর সাথেসাথেই কেনাকাটার মধ্যদিয়ে ঈদ প্রস্তুতি শুরু হয়। রোজার প্রথম দিকে বিপনীবিতান গুলোতে ক্রেতাদের খুব বেশী উপস্থিতি না ঘটলেও গত দুই দিন ধরে শহরের মার্কেটসহ বড় বড় বিপনী বিতানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ক্রেতাদের বিশেষ আকর্ষন করতে বিপনীবিতান গুলোতে লাইটিং করা হয়েছে। শহরের জনস্রোতের কারনে ভিড় সামলাতে হিমসিম খাচ্ছে ট্রাফিক পুলিশ, শহরের বাইরে থেকে শহর মুখি হওয়ার প্রবনতা অন্যান্য বছরের তুলনায় এবার বেশী। বিভিন্ন উপজেলা থেকে ক্রেতারা মাইক্রো, ইজিবাইক, মহেন্দ্র এবং মোটরসাইকেল চেপে আসছে শহরের বিপনী বিতান গুলোতে।এ বছর রোজার শুরু থেকে প্রতিটা মার্কেট বিরতিহীনভাবে খোলা থাকায় গত দুই বছরের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন বলে জানান ব্যবসায়ীরা।

অপরদিকে, ক্রেতারাও পুরো রমজান মাস মার্কেটগুলো খোলা থাকায় ধীরেসুস্থে কেনাকাটা করতে পারছেন বলে সন্তুষ্টি প্রকাশ করেছেন। মার্কেটগুলো ঘুরে দেখা গেছে, পাঞ্জাবি, থ্রি-পিছ, শাড়িতে মানুষের আগ্রহ বেশি। যদিও দাম নিয়ে ছিল ক্রেতাদের অভিযোগ। তুলনামূলক দাম একটু বেশি বলে জানান তারা। এবারের ঈদে শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, থ্রি-পিছ, শাড়ির পাশাপাশি তরুণীদের মধ্যে ‘গারারা’ ও ‘সারারা’র চাহিদা বেশি বলে জানান বিক্রেতারা। দেশীয় কাপড়ের পাশাপাশি ভারতীয় পোশাকের চাহিদা রয়েছে যথেষ্ঠ।

শহরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, এবারের কেনা কাটায় ক্রেতারা কেবলমাত্র নামীদামীমার্কেটে বা বিপনী বিতান গুলোতে যাচ্ছে তা নয়, শহরের সকল এলাকার মার্কেট ফুটপথে, অস্থায়ী জামা কাপড়ের মার্কেটেও ভিড় জমাচ্ছে। মার্কেটে পুরুষদের পাশাপাশি মহিলাদের উপস্থিতি বেশি। ক্রেতারা শুধুমাত্র নতুন পোষাকের দিকে ঝুকছে তা নয়, স্যান্ডেল, জুতা, প্রসাধানী, ইলেকট্রনিক্স সামগ্রী, আসবাবপত্র সবই চাহিদার ক্ষেত্র হিসেবে দেখা যাচ্ছে। দর্জির দোকান গুলোতে ইতিমধ্যে নতুন অর্ডার নিতে অনিহা দেখাচ্ছে, মেয়েদের পোশাক যেমন বিক্রি হচ্ছে তদ্রুপ পুরুষদের পাঞ্জাবীর চাহিদা ব্যাপক ভাবে বৃদ্ধি পচ্ছে।

একাধিক ব্যবসায়ীর সাথে কথা বলে জানা গেছে, বিগত দুইটি ঈদ কেনাকাটায় তেমন ক্রেতাদের উপস্থিতি ছিল না মহামারী করোনার কারনে কিন্তু এবার সেই প্রতিকুল পরিস্থিতি নেই বিধায় ক্রেতারা ব্যাপক ভাবে আসছে। এবার লাভও বেশি হবে বলে জানান বিক্রেতারা।

চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকার রাসেল ও তার স্ত্রী কাকলী খাতুন আসেন ঈদের কেনাকাটা করতে, তারা বলেন, অন্যান্যবারের তুলনায় এবারে দাম অনেক বেশি নেয়া হচ্ছে। বিশেষ করে যারা একদামে বিক্রি করছে তাদের কাছ থেকে সাধারণ ক্রেতারা ক্ষতির সম্মুখিন হচ্ছে। আবার দামদর করে কিনতে গেলেও সমস্যা। ব্যবসায়ীরা অতিরিক্ত দাম হাকিয়ে বসছে। লজ্জায় আর কতটুকু কমানো সম্ভব।

চুয়াডাঙ্গা পুরাতন গলির সওদাগর ষ্টোরের (বস্ত্রালয়) মালিক চাঁদ সওদাগর কলেন, করোনাকালীন দু’বছরে আমরা অনেক ক্ষতিগ্রস্থ হয়েছি। এবার হয়তো সেই সমস্যা নেই। বর্তমানে ঈদের বেঁচা-বিক্রি শুরু হয়েগেছে। আশাকরি এবার লাভের মুখ দেখবো। থ্রি-পিচ, থানকাপড়, উন্ডিয়ান জর্জেট শাড়ি, উন্ডিয়ান চুন্নি কাতান, দেশি সুতি শাড়ির চাহিদা বেশি।

চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটের ফ্যাশন সুজ’র মালিক রেদওয়ানুর রহমান মালিক বলেন, রোজার প্রথম থেকেই ঈদের বিক্রি শুরু হয়েছে। করোনায় যে ক্ষতি হয়েছে আশা করি এবার সেই ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব হবে।

সমবায় নিউ মার্কেটের রংধনু গিফ্ট গার্ডেনের মালিক মিজানুর রহমান জুয়েল বলেন, যেহেতু ঈদের আর বেশি দেরি নেই। সে কারনে পোশাকের পাশাপাশি মানুষ যার যার ঘর সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে। সেই সাথে নিজেকে সাজাতে বিভিন্ন বয়সের নারীরা দোকানে আসছেন। অন্যান্যবারের তুলনায় এবার বিক্রির পরিমান একটু বেশিই মনে হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

পেটের স্বাস্থ্য ঠিক কিভাবে মনের ওপর প্রভাব ফেলে!

অনলাইন ডেস্ক: গবেষণা থেকে জানা গিয়েছে, মানব দেহের কোলেস্টেরলের মাত্রা থেকে শুরু করে মানসিক রোগ সবকিছুর সাথে অন্ত্র বা পেটের স্বাস্থ্যের সংযোগ রয়েছে। আমাদের...

অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে: ড. দেবপ্রিয়

নিজস্ব প্রতিবেদক : অবিবেচকভাবে পণ্যে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ডিস্টিংগুইস ফেলো ও শ্বেতপত্র প্রণয়ন...

প্রথম ধাপে ৭৩৫ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে অনুমোদন দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা। এরই অংশ হিসেবে প্রথম ধাপে ইসরায়েল থেকে ছাড়া পাবেন ৭৩৫...

সাইফের ওপর হামলাকারী যুবক গ্রেপ্তার

বিনোদন ডেস্ক :বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলাকারী যুবককে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। ভারতের বান্দ্রা রেলস্টেশনে অভিযান পরিচালনার সময় অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার...

ফেব্রুয়ারিতে নারী বিপিএল আয়োজন করবে বিসিবি

স্পোর্টস ডেস্ক : চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হবার পরপরই ফেব্রুয়ারিতে নারীদের বিপিএল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (১৭ জানুয়ারি) চট্টগ্রামের...

চ্যাম্পিয়নস ট্রফির আগেই পদত্যাগ করলেন পোথাস

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচের পদ থেকে পদত্যাগ করলেন নিক পোথাস। মূলত পরিবারকে সময় দিতেই তার এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন পোথাস...

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে মোছনী ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে পুড়ে এক শিশু নিহত হয়েছে বলে...

মৌলভীবাজারে যানবানহন নিয়ন্ত্রণে রেকর্ডসংখ্যক মামলা ও জরিমানা

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে যানবাহন নিয়ন্ত্রণে গৃহীত ব্যবস্থাপনা অতীতের যেকোনো সময়ের তুলনায় ব্যাপক উন্নততর হয়েছে। ট্রাফিক শৃঙ্খলারও দৃশ্যমান উন্নতি হয়েছে। জরিমানা ও যথাযথ...