October 8, 2024 - 4:29 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যদেশে দরিদ্র ৩ কোটি হলেও টিসিবির পণ্য পাচ্ছে ৫ কোটি মানুষ :...

দেশে দরিদ্র ৩ কোটি হলেও টিসিবির পণ্য পাচ্ছে ৫ কোটি মানুষ : বাণিজ্যমন্ত্রী

spot_img

নিজস্ব প্রতিবেদক : সংকটের মধ্যেও গত ৪ বছরের রোজার তুলনায় এবার পণ্যের সরবরাহ ভালো আছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, দেশে ৩ কোটি মানুষ দরিদ্র। কিন্তু টিসিবির পণ্যের সুবিধা পাচ্ছে প্রায় ৫ কোটি মানুষ। এ ছাড়া ঢাকায় ১৩ লক্ষ পরিবার টিসিবির পণ্য পাচ্ছে।

সোমবার (৩ এপ্রিল) রাজধানীর উত্তরায় রোজা উপলক্ষে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির দ্বিতীয় ধাপের কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

মন্ত্রী জানান, চলতি মাসের ১৫ তারিখের মধ্যে ২য় পর্যায়ের পণ্য বিতরণ শেষ হবে। এবার এক জন ভোক্তা ১ কেজি চিনি পাচ্ছেন ৬০ টাকায়। ২ কেজি মসুর ডাল ৭০ টাকা করে ও ১১০ টাকা করে পাওয়া যাচ্ছে ২ লিটার সয়াবিন তেল।

তবে ক্রেতারা বলছেন, রমজানে পণ্যের পরিমাণ আরও বাড়ানো হলে তাঁদের সুবিধা হতো।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ