October 8, 2024 - 4:23 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যসাতক্ষীরায় দ্রব্যমূল্যের উর্ধগতি প্রভাব পড়েছে ইফতার বাজারে

সাতক্ষীরায় দ্রব্যমূল্যের উর্ধগতি প্রভাব পড়েছে ইফতার বাজারে

spot_img

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজ, আদা, মরিচ, মাছ, মাংসে প্রতি কেজিতে দাম বেড়েছে ৫-৫০ টাকা। এতে প্রভাব পড়েছে খোলা বাজারসহ ইফতার বাজারে।

সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০-৭৫০ টাকা, খাশি ৯৫০-১০০০ টাকা,বয়লার মুরগী ২০০-২২০ টাকা লেয়ার ৩২০ টাকা সোনালী ৩৩০-৩৭০ টাকা, রুই মাছ ২২০ টাকা, সাধারণ মানুষের অভিযোগ প্রতিবার রমজান মাসের আগেই অসাধু ব্যাবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয় এতে অসহায় হয়ে পরে নিম্ন আয়ের মানুষেরা।

এ দিকে আটা, ময়লা, সূচি, চিনি ব্যাসন, ভাজ্য তৈলসহ সব কিছুর দাম বৃদ্ধি হওয়াতে প্রভাব পড়তে শুরু করেছে ইফতার বাজারে।

প্রতিবছরের মতন সাতক্ষীরা শহরের হোটেল রাজ, পানসি রেস্তোরাঁ, কুরাইশী ফুড পার্কসহ বিভিন্ন হোটেলে ইফতার বাজারে আয়োজন করেছে সেখানে রয়েছে বাহারী মুখরোচক খাবারের সমাহার। তবে ক্রেতা কম হওয়ার কমেছে বেচা বিক্রি।

তাদের অভিযোগ রমজানের আগেই সব জিনিসপত্রের দাম বৃদ্ধি হওয়ার কমেছে মানুষের ক্রয় ক্ষমতা নেমে এসেছে অর্ধেকে।

সাতক্ষীরা বড় বাজারের খুচরা বিক্রেতা আবুল কালাম বলেন, আমদানিকারকরা আমাদের থেকে বেশি দাম নিচ্ছে বাধ্য হয়ে আমাদেরকে ও বেশি দামে বিক্রয় করতে হচ্ছে।

সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে তিন ভাই স্টোর’র স্বত্বঅধিকারী মো.আক্তারুজামান সুজন বলেন, ক্রেতারা রমজানকে ঘিরে সবকিছুর দাম বাড়বে ভেবে বেশি করে কেনাকাটা করছে এ ফাঁকে আড়ৎদার সুযোগ বুঝে দাম বেশি করে নিচ্ছে। গত বছর যে পরিমান পেঁয়াজের দাম বেশি হয়ছিলো এবারে অতপরিমান দাম বেশি হয়নি। প্রসাশনের লোক সব সময়ে নজরদারি করছে।

দ্রব্যমূল্যের বাজার স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং করছে জেলা ও উপজেলা প্রশাসন।

এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ-জোহরা জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটারিং করা হচ্ছে। রমজান মাস উপলক্ষে সকল প্রকার নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রনে রাখতে জেলা প্রশাসনের নির্দেশে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ