December 6, 2025 - 6:09 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাঘরের মাঠে লজ্জার হার পিএসজির

ঘরের মাঠে লজ্জার হার পিএসজির

spot_img

স্পোর্টস ডেস্ক : এবার ঘরের মাঠে অলিম্পিক লিঁওর কাছে ১-০ গোলে হারলো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। গতবারের চ্যাম্পিয়নদেরকে হারিয়ে শিরোপা লড়াই জমিয়ে দিয়েছে লিওঁ।এ নিয়ে ফরাসি লিগে টানা দুই ম্যাচে হারলো মেসি-এমবাপ্পেরা।

রোববার (২ মার্চ) রাতে ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে অলিম্পিক লিঁওর বিপক্ষে মাঠে নেমেছিল পিএসজি। তবে মৌসুমের শুরু থেকে মাঝপথ পর্যন্ত দুর্দান্ত খেলা পিএসজি হেরে গেছে ১-০ গোলের ব্যবধানে। লিঁওর হয়ে জয়সূচক গোলটি করেন ব্র্যাডলি বারকোলা

এদিন ম্যাচের শুরু থেকে পিএসজিকে চেপে ধরেছিল সফরকারীরা। তাতে পয়েন্ট তালিকার শীর্ষ দলের সঙ্গে যে ১০ নম্বর দলের খেলা সেটি প্রথমার্ধে দেখে বোঝার উপায় ছিল না। গোলের সুযোগ যেমন তৈরি করেছে, তেমনি নষ্টও করেছে দুদল। তবে ৩৯তম মিনিটে গোলের সহজ সুযোগ পেয়েও নষ্ট করেছে লিওঁ।

ডি-বক্সে আলেক্সান্দ্র লাকাজেতকে ফেলে দিয়ে লিওঁকে পেনাল্টি উপহার দেন পিএসজির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। তবে স্পট কিকে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন লাকাজেত। কিন্তু তার শট পোস্টে লেগে চলে নিকলাস তালিয়াফিকোর পায়ে চলে যায়। কিন্তু তিনিও বার উচিয়ে মেরে গোলের সুযোগ নষ্ট করেন।

এই নাটকের পর লিওঁকে একটু চেপে ধরেছিল পিএসজি। ৪৫ মিনিটে রেনাতো সানচেসের ২৫ গজি শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন লিওঁ গোলরক্ষক আন্তনি লোপেস। এরপর যোগ করা সময়ে ছয় গজি বৃত্তে দেয়ান লোভরেনের হাতে বল লাগলেও রেফারি পেনাল্টি দেননি পিএসজিকে।

গোলশূন্য প্রথমার্ধের পর ৫৬ মিনিটে দারুণ এক আক্রমন থেকে লিড পেয়ে যায় লিওঁ। ডান পাশ থেকে এগিয়ে যাওয়া সায়েল কুমবেদিকে ক্রস দিয়েছিলেন থিয়াগো মেন্দেস। কুমবেদি বলটাকে আবার ঠেলে দেন বাঁ পাশে থাকা বদলি খেলোয়াড় ব্র্যাডলি বারকোলার কাছে। দোন্নারুম্মাকে উল্টো পাশে ছিটকে ফেলে জালে জড়ান বল এই ফরোয়ার্ড।

৬৭ মিনিটে আবারও দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন বারকোলা। তবে ২০ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ডকে এবার গোল পেতে দেননি দোন্নারুম্মা। এরপর ম্যাচের শেষ দিকে পিএসজি চেষ্টা করেও কাঙ্খিত গোলের দেখা পায়নি। ফলে মৌসুমে পঞ্চম ও টানা দ্বিতীয় হার নিয়েই মাঠ ছাড়তে হলো দলটিকে।

প্রথমার্ধে পেনাল্টি পায় সফরকারীরা। তবে স্পটকিক ব্যর্থ হলে এ যাত্রায় রক্ষা পায় পিএসজি। বিরতির পর আর লিঁওকে আটকাতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৫৪ মিনিটে ব্রাডলি বারকোলার একমাত্র গোলটিই গড়ে দেয় ব্যবধান।

ম্যাচে কার্যকর ভূমিকা রাখতে পারেনি মেসি-এমবাপ্পেরা। উল্টো রক্ষণের দুর্বলতায় গোল হজম করল দলটি। ফলে নিজেদের মাঠে হারের হতাশা নিয়ে ফিরলো পিএসজি।

হারলেও ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকছে পিএসজি। ৬ পয়েন্ট কম নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লিঁজ। আর লিঁওর অবস্থান টেবিলের নয় নম্বরে।

আরও পড়ুন:

ইফতারের সময় ম্যাচ বন্ধ না রাখতে ফরাসি রেফারিদের নির্দেশ

সাকিবকে কলকাতার অধিনায়ক না করায় অবাক মুডি

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কক্সবাজারে হোটেল সি প্যালেসে এই সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই...

রাজনীতির ধ্রুবতারা খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন

এম. গোলাম মোস্তফা ভুইয়া।। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন এক নাম, যিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্র, আন্দোলন ও সংগ্রামের প্রতীক...

ডিএমপির ৫০ থানার ওসির রদবদল

কর্পোরেট সংবাদ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত...

আগুনে দগ্ধ আরিফিন শুভ, তবুও চালিয়ে যান শুটিং

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ দুর্ঘটনার শিকার হয়েছেন। তার নতুন সিনেমা ‘মালিক’-এর শুটিং চলাকালীন অ্যাকশন দৃশ্যের সময় শরীরে আগুন লেগে যায়।...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন...

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ পদক জয়

কর্পোরেট ডেস্ক: ২২তম আর্ন্তজাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-এ (আইজেএসও-২০২৫) বাংলাদেশ দল ৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর আল-আরাফাহ্...

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে...