October 19, 2024 - 4:28 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজাতীয়আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘ভয়েজ বিডি ডট নিউজ’

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘ভয়েজ বিডি ডট নিউজ’

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক : আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দেশের গণমাধ্যম জগতে নতুন অনলাইন নিউজ পোর্টাল ‘ভয়েজ বিডি ডট নিউজ’। শনিবার (১ এপ্রিল) দুপুর ২টায় রাজধানীর কেন্দ্রীয় কচি কাঁচার মেলার অডিটোরিয়ামে প্রিন্সিপাল গ্রুপের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল মো. জহিরুল ইসলাম ভয়েজ বিডি ডট নিউজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তথ্যশক্তি হিসেবে এ যাত্রায় সহযাত্রী হন অসংখ্য পাঠক-দর্শক-শ্রোতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদক প্রাপ্ত সাংবাদিক ও প্রেস ইনিস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক জাফর ওয়াজেদ, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাড়া জাগানো চলচ্চিত্র অভিনেতা মামুনুন হাসান ইমন।

প্রধান অতিথির বক্তব্যে জাফর ওয়াজেদ বলেন, ভয়েজ বিডি ডট নিউজ অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। একটি নতুন প্রতিষ্ঠানের যাত্রা একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার মতই আনন্দের। বর্তমানে অনেক বেশি তথ্যের বিভ্রাট হচ্ছে, সেদিকে নজর রাখতে হবে। আমাদের নাগরিকদের সচেতন হতে হবে। মানুষের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম হল তথ্যের অধিকার। জনগণ সরকারকে ট্যাক্স দিছে, কর দিচ্ছে, জনগণের অধিকার আছে সরকারের এই বিষয়গুলি সম্পর্কে জবাবদিহিতা চাওয়ার।

তিনি আরও বলেন, গত ২০ বছরে অনেক সংবাদমাধ্যম তৈরী হয়েছে, কিন্ত দেশে সেইভাবে দক্ষ সাংবাদিক তৈরী হচ্ছেনা। ডিজিটাল সিকিউরিটি আইন শুধু সংবাদমাধ্যমের জন্য তৈরী হয়নি। ফেসবুক ও অনলাইনে গুজব সংবাদ প্রসারের কারনেই তৈরী হয়েছে। সেজন্য অনলাইন সংবাদ মাধ্যম পরিচালনা করা অনেক বেশি চ্যালেঞ্জের। তাই ভয়েজ বিডি ডট নিউজ সেদিক লক্ষ্য রেখে চলবে।

ভয়েজ বিডির প্রতি শুভকামনা জানিয়ে জাফর ওয়াজেদ বলেন, অন্যান্য শিল্প গ্রুপের মত প্রিন্সিপাল গ্রুপ ভয়েজ বিডি ডট নিউজ অনলাইনকে যেন কর্পোরেট বিজনেস এর সাথে মিশিয়ে না ফেলে। আশা করছি ভয়েজ বিডি ডট নিউজ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সাথে পরিচালিত হবে।

অনুষ্ঠানের উদ্বোধক প্রিন্সিপাল গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. জহিরুল ইসলাম বলেন, আমাদের দেশের স্বাস্থ্য খাত, সেবাখাত, প্রতিরক্ষা, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যা মোকাবিলা করতে হয়। আর এইসব জায়গায় মিডিয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে শত শত অনলাইন পোর্টাল আছে সবার উচিৎ তথ্যকে যাচাই বাছাই করে প্রকাশ করা। আমাদের উন্নয়নকে ত্বরান্বিত করতে পজেটিভ নিউজ করতে হবে। পাশাপাশি জনগণের সমস্যা ও সমাধান ও তুলে ধরতে হবে। আশা করছি আমাদের এই পোর্টাল এই বিষয়গুল লক্ষ্য রেখে কাজ করবে।

ঢাকা সাব-এডিটর কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক মনির আহমাদ জারিফ বলেন, যে রাষ্ট্রের মিডিয়া যত বেশি স্বাধীন সে দেশ ততবেশি শক্তিশালী। মিডিয়া হল রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। একটি মিডিয়া যেভাবে রাষ্ট্র ও জনগণকে সহযোগিতা করতে পারে, তেমনি ভাবে দেশ ও জনগণের ক্ষতিও করতে পারে। আশা করছি ভয়েজ বিডি ডট নিউজ দেশ ও জনগণের আস্থা অর্জন করে পরিচালিত হবে।

ভয়েজ বিডি ডট নিউজের সম্পাদক কাজি ওবায়দুল্লাহ বলেন, মুক্তিযুদ্ধের সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমাদের নবযাত্রার এই অনলাইন মিডিয়ার উদ্দেশ্য হল মুক্তিযুদ্ধেত চেতনা নিয়ে আমাদের অনলাইন পরিচালিত হবে। আমরা বাংলাদেশের সম্ভাবনা, অগ্রগতিকে বিশ্বের দরকার ব্যাপকভাবে উপস্থাপনা করবো। বর্তমানে সবাই শুধু নেগেটিভ বিষয় বেশি মাতামাতি করে থাকে। কিন্ত আমরা ছোট্ট পরিসর থেকে এই অনলাইন মাধ্যমকে বস্তনিষ্ঠ সংবাদ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানাইজেশন স্ট্র‍্যাটেজী এন্ড লিডারশীপ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ শরিয়ত উল্লাহ বলেন, আমাদের তরুন জনগোষ্ঠী কে সামনে রেখে প্রিন্সিপাল গ্রুপ নতুন এই অনলাইনের মাধ্যমে যে উদ্যেগ হাতে নিয়েছে সেটির সফলতা কামনা করছি। অনলাইন মিডিয়ার মাধ্যমে তথ্য যেভাবে দ্রুত আমরা পাই। তেমনি ভাবে কোন ভুল তথ্য ছড়ালে সেই তথ্য ও ছড়িয়ে যায়। তাই অনলাইন মাধ্যমের অনেক বেশি চ্যালেঞ্জ রয়েছে, প্রিন্সিপাল গ্রুপ সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাবে। আইন এবং রাষ্ট্রীয় কাঠামো অনুসরণ করে ভয়েজ বিডি ডট নিউজ যাছাই বাছাই করে তথ্য প্রকাশ করবে।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ চলচ্চিত্র অভিনেতা মামুনুল হাসান ইমন বলেন, ভয়েজ বিডি এগিয়ে যাবে। এটি দেশের সুস্থ সংস্কৃতি তুলে ধরবে। দেশের চলচ্চিত্রের উন্নয়ন ও চলচ্চিত্র জগতের সংবাদকে প্রাধান্য দিবে।

ভয়েজ বিডি.নিউজ এর উপদেষ্টা অধ্যাপক ড. একেএম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব‍্যাক্তত্ব ক্বারী হাবিবুল্লাহ বেলালী, ভয়েজবিডি ডটনিউজ এর প্রকাশক কাজী শরীফ উল্লাহ, ভয়েজবিডি ডটনিউজের উপ-সম্পাদক মো. শিবলী নোমান সরকার প্রমুখ।

এসময় অনুষ্ঠানে প্রিন্সিপাল গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও দর্শক উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

সিলেটে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম, ধরা ছোঁয়ার বাহিরে দুর্বৃত্তরা

সিলেট প্রতিনিধি : সিলেটে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত হওয়ার ঘটনায় দুর্বৃত্তরা এখন ধরা ছোঁয়ার বাহিরে রয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে সাতটায় সিলেট নগরীর...

৬০ নিরাপত্তারক্ষী নিয়ে শুটিং করছেন সালমান

বিনোদন ডেস্ক: একের পর এক খুনের হুমকি পাচ্ছেন বলিউডের ’ভাইজান’ সালমান খান। পুলিশের জালে ধরা পড়ছে একাধিক শ্যুটার। রোজই উঠে আসছে নতুন তথ্য। সম্প্রতি...

বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাজারে ইতিহাসে প্রথমবারের মতো এক আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৭০০ ডলার ছাড়িয়েছে। এর প্রভাবে দেশের বাজারেও বাড়তে পারে স্বর্ণের দাম।...

তারেক রহমানের নির্দেশে শেরপুরে এক হাজার বন্যার্ত পরিবার পেল খাদ্যসামগ্রী

মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী, শ্রীবরদী, নালিতাবাড়ী, নকলা ও সদর উপজেলায় গত ৩ অক্টোবর দিবাগত রাতের ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের...

ক্যানন আউটস্ট্যান্ডিং গ্রোথ অ্যাওয়ার্ড পেলো স্মার্ট টেকনোলজিস

কর্পোরেট ডেস্ক : বিশ্বখ্যাত ব্রান্ড ক্যাননের লার্জ ফরম্যাট প্রিন্টার ব্যবসায়ে ‘আউটস্ট্যান্ডিং গ্রোথ অ্যাওয়ার্ড’ পেয়েছে দেশের অন্যতম শীর্ষ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। সম্প্রতি...

নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের মধ্যাঞ্চলে কেসারিয়া এলাকায় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। লেবানন থেকে পাঠানো ড্রোনের মাধ্যমে এই...

দরপতনের শীর্ষে ইউনিয়ন ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৩ অক্টোবর-১৭ অক্টোবর) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে...

দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৩ অক্টোবর-১৭ অক্টোবর) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে...