নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল ফিতরের ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে শনিবার (১ এপ্রিল) থেকে। সাধারণত ট্রেনের অগ্রিম টিকিট যাত্রার দিন ধরে সর্বোচ্চ পাঁচ দিন আগে বিক্রি শুরু হয়। তবে এত দিনের সেই নিয়ম এবার পরিবর্তন হচ্ছে। কেননা নতুন নিয়ম অনুসারে, যাত্রার দিন ধরে সর্বোচ্চ ১০ দিন আগে বিক্রি শুরু হবে।
শনিবার (১ এপ্রিল) থেকে এই নিয়ম চালু হচ্ছে বলে রেলপথ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
যাত্রীদের যাত্রার সুবিধার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের সূত্র জানিয়েছে, শনিবার থেকে যাত্রার ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের টিকেট অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। তবে সময় পরিবর্তনের সিদ্ধান্ত সমন্বয়ের জন্য ১ এপ্রিল তারিখে ৫-১১ এপ্রিল তারিখ পর্যন্ত যাত্রার অগ্রিম টিকেট বিক্রি করা হবে। তবে রবিবার থেকে নতুন নিয়মে ১০ দিনের অগ্রিম টিকিটের ব্যবস্থা কার্যকর হবে।
এ বিষয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান, শনিবার থেকে কাউন্টার ও অনলাইনের মাধ্যমে যুগপৎভাবে সব টিকিট সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে। অর্থাৎ অনলাইন বা কাউন্টারে পৃথক কোনো কোটা থাকবে না। এখন থেকে ১০ দিন আগের টিকিট অগ্রিম হিসেবে বিক্রি করা হবে।
তিনি বলেন, ঈদের অগ্রিম ও ফেরত যাত্রার টিকিটের সময়সূচী অনুযায়ী ১৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সব টিকিট শুধুমাত্র অনলাইনে বিক্রি করা হবে।
এদিকে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি আগামী ৭ এপ্রিল থেকে শুরু করার কথা রয়েছে। এবারের ঈদুল ফিতরের অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট শতভাগ অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সুবিধা পেতে যাত্রীদের রেজিস্ট্রেশন করতে হবে।
টিকিট কাটতে রেলওয়ে টিকেটিং ওয়েব পোর্টাল, ‘Rail Sheba’ অ্যাপ বা যে কোনো মোবাইল থেকে এসএমএস করার মাধ্যমে NID/ পাসপোর্ট/ জন্মনিবন্ধন যাচাই পূর্বক রেজিস্ট্রেশন করতে হবে।
আরও পড়ুন:
ড. মোমেনকে ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন