গাজীপুর প্রতিনিধি : ঈদকে সামনে রেখে সারা দেশে ভারতীয় জাল রুপি ও জাল টাকা সরবরাহ করা হবে এমন গোপন সংবাদের ভিওিতে জাল নোট ক্রয়-বিক্রয় চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটের সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩লাখ ৪৪ হাজার টাকা ভারতীয় জাল রুপি এবং ৬ লাখ ৯২হাজার দেশীয় জাল নোট জব্দ করা হয়।
গতকাল সোমবার রাতে প্রথমে দুইজনকে ও পরবর্তীতে তাদের তথ্যের ভিত্তিতে অপর দুই ব্যক্তিকে ঢাকার সাভার থানা আশুলিয়া থেকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার হাতপাড়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে মোঃ মাজহারুল ইসলাম ওরফে সবুজ(২৫), কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার সুকদেব গ্রামের মৃত গফুল আলীর ছেলে মোঃ ছামিউল ইসলাম(৩০) সুনামগঞ্জ জেলার বিশম্বরপুর থানার গনগাও গ্রামের মোঃ রমজান আলীর ছেলে মোঃ খোরশেদ আলম ওরফে গিট্টু(৩২) কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার দোলপকুঠি এলাকার আজিমুদ্দিন ওরফে আজিমুদ্দির ছেলে মোঃ ছালেক(২৭)। গ্রেফতারকৃতরা ঢাকা ও গাজীপুর জেলায় বাসা ভাড়া করে আসছে বলে জানায় পুলিশ।
দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জিএমপি’র উপ-পুলিশ কমিশনার, ডিবি (দক্ষিণ) বিভাগের মোহাম্মদ ইব্রাহিম খান বিষয়টি নিশ্চিত করেন।