December 17, 2025 - 2:18 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনধর্ষণের অভিযোগে অভিযুক্ত শাকিবের পাশে দাঁড়ালেন বুবলি

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শাকিবের পাশে দাঁড়ালেন বুবলি

spot_img

বিনোদন ডেস্ক : গত সপ্তাহে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে ওঠে ধর্ষণের অভিযোগ। ‘অপারেশন অগ্নিপথ’ ছবির প্রযোজক রহমত উল্লাহ অভিযোগ আনেন শাকিবের বিরুদ্ধে। এই নিয়ে প্রায় চলছে বিস্তর বিতর্ক, জল্পনা। এর মাঝেই ঘোলা জলে মাছ ধরতে বেরিয়েছেন অনেকেই। যদিও ঘটনা ২০১৭ সালের। অষ্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ নামের একটি ছবির শুটিং করতে গিয়েই শাকিবের নানা কীর্তি, অভিযোগ ছবির প্রযোজক। এ দিকে ব্যক্তিগত জীবনেও যে ভারসাম্য রয়েছে তেমনটাও নয়। শাকিবের দুই স্ত্রী অপু বিশ্বাস ও বুবলি দু’জনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। তবু দুই সন্তানের দায়িত্ব নিয়েছেন অভিনেতা। যদিও স্বামীর দুর্দিনে তাঁর পাশেই দাঁড়ালেন বুবলি, এই ঘটনার পর প্রশ্ন তোলেন বুবলি অভিযোগকারীদের বিরুদ্ধে।

অভিনেত্রী শবনম বুবলি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘‘শাকিব খান এক জন অভিনয়শিল্পী, যে কি না প্রায় ২৪ বছর এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কাজ করেছেন, অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, সিনেমা নিয়ে ভেবেছেন। হঠাৎ করে বিভিন্ন ধরনের ইস্যু এনে তাঁকে নিয়ে নানা বিতর্কের সৃষ্টি করা হচ্ছে।’’

ছবির প্রযোজক রহমত উল্লাহ শাকিবের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন, সেই প্রসঙ্গে বুবলির বলেন, ‘‘অপারেশন অগ্নিপথ নামে একটি সিনেমার শুটিং চলাকালীন শাকিব খানের ব্যাপারে বিস্তর তিক্ত অভিজ্ঞতা থেকে, নিজেকে প্রডিউসার দাবি করে এক ব্যক্তি, তাঁকে নিয়ে নানা অভিযোগ করছেন…আচ্ছা শুটিং চলাকালীন এত এত অভিযাগ যখন টের পেয়েছিল ওনারা, তা হলে কেন তখন তাঁকে বাদ দেওয়া হল না? সমিতিগুলোতে অভিযোগ করা হলো না? দুই পক্ষের কথা শোনা হলো না?’’

শাকিবের বিরুদ্ধে অভিযোগ ছিল মধ্যরাতে নিজের হোটেলের ঘরে নিয়মিত হোটেলে যৌনকর্মীদের নিয়ে আসতেন। এটা ছিল প্রতি দিনের অভ্যাস। অনেক সময় সেই যৌনকর্মীদের পারিশ্রমিক দিতে হত প্রযোজকদের। শাকিবের এই অভ্যাসের জন্যও প্রচুর টাকাও ব্যয় হয় প্রযোজকদের। সেই অভিযোগের বিরুদ্ধে বুবলি বলেন, ‘‘মধ্যরাতে হোটেলে কক্ষে নারী কি করছিল, কোন উদ্দেশ্যে গিয়েছিল?’’ বুবলীর প্রশ্ন, ‘‘উনি যদি কোনও ব্যাপারে দোষ করে থাকতেন, তা হলে তো অস্ট্রেলিয়ান পুলিশ তাঁকে তখন শুটিংয়ের অনুমতিই দিতেন না, শাকিব খান নিজেও অস্ট্রেলিয়া যেতেন না।’’

শেষে বুবলির সংযোজন, ‘‘কয়েক বছর ধরে দেখছি, একটা চক্র কিছু দিন পর পরই শাকিব খানকে নিয়ে উঠেপড়ে লাগে। নানা চক্রান্তে মেতে ওঠে। তাঁকে হটিয়ে দিতে পারলেনই রাজা।’’ আসলে বুবলি গোটা ঘটনায় শাকিবের বিরুদ্ধে চক্রান্তের জাল দেখতে পাচ্ছেন বলেই মত একাংশের।

অন্যদিকে শাকিব খান সংবাদমাধ্যমকে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি মিথ্যা। রহমত আসলে এই ছবির প্রযোজকই নয়। ‘অপারেশন অগ্নিপথ’ ছবিটির আসল প্রযোজক হলেন ভারটেক্স মিডিয়ার জানে আলম। চুক্তিপত্রেও তাই লেখা আছে। আমি এই ভুয়ো প্রযোজকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।”

আরও পড়ুন:

সালমান খানকে গ্যাংস্টারের হুমকি

দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে চলচ্চিত্র অবদান রাখবে : তথ্যমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মহান বিজয় দিবস আজ

কপোরেট সংবাদ ডেস্ক: মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।...

আইসিএসবি’র কর্পোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ড পেলো ৪৩ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে কর্পোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪৩টি প্রতিষ্ঠানকে...

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধ ওই বছর...

নিজ বাড়িতে সস্ত্রীক খুন হলিউডের কিংবদন্তী অভিনেতা

বিনোদন ডেস্ক: নিজ বাড়ি থেকে উদ্ধার হলো হলিউডের কিংবদন্তী পরিচালক-অভিনেতা রব রাইনা ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনার মরদেহ। রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে মার্কিন...

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: শীর্ষস্থানীয় শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিয়েছে।...

বিডি ল্যাম্পসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করেছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।...

শেখ হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

কর্পোরেট সংবাদ ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড...