October 7, 2024 - 10:32 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যডিএনসিসিকে ১৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

ডিএনসিসিকে ১৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

spot_img

অর্থ-বাণিজ্য ডেস্ক : ঢাকার মেট্রোরেলকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, খালের পাশে ওয়াকওয়ে তৈরি ও ইলেকট্রিক বাস কেনার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে (ডিএনসিসি) অর্থায়ন করতে সম্মত হয়েছে বিশ্বব্যাংক। এ কাজের জন্য ১৫০ মিলিয়ন ডলার দেয়া হবে ডিএনসিসিকে।

সোমবার (১৩ মার্চ) ওয়াশিংটনের স্থানীয় সময় দুপুরে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ের অবকাঠামো বিষয়ক ভাইস প্রেসিডেন্ট গুয়াংজে চেন এবং ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের মধ্যে বৈঠক হয়। এ বৈঠকে অর্থায়ন করতে সম্মতি জানায় বিশ্বব্যাংক।

মূলত যাত্রী ও পথচারীদের চলাচলের সুবিধায় ডিএনসিসির আওতায় থাকা মিরপুর-১২ থেকে বাংলামোটর পর্যন্ত মেট্রোরেলের প্রতিটি স্টেশনকে সমন্বিত যোগাযোগ কেন্দ্র বানাতে ইন্টিগ্রেট করিডোর ম্যানেজমেন্ট (আইসিএম) শীর্ষক প্রকল্পের আওতায় কাজ করবে বিশ্বব্যাংক।

ডিএনসিসির প্রতিনিধি দলে থাকা উত্তর সিটির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আমিরুল ইসলাম প্রজেক্ট সম্পর্কে বলেন, আমাদের মেট্রোরেলের নিচের রাস্তার উন্নয়ন হলেও স্টেশনের সঙ্গে সংযোগ সড়কগুলো দিয়ে আসা-যাওয়ায় এখন তেমন ভালো ব্যবস্থা নেই। কিন্তু পৃথিবীর উন্নত শহরে মেট্রো স্টেশনে যাত্রীদের আসা-যাওয়ায় সমন্বিত করিডোর ব্যবস্থাপনা থাকে। সেই আদলে ঢাকার মেট্রো স্টেশনগুলোকে বহুমুখী যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, বিশ্বব্যাংক এ প্রকল্পে আর্থিক সহযোগিতা করতে সম্মত হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে আর্থিক সহযোগিতার বিষয়টি বিশ্বব্যাংকের বোর্ডে অনুমোদনের কথা রয়েছে। এতে প্রায় ১ কোটি ৫০ লাখ ডলার সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংক।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের ট্রান্সফর্মিং ট্রান্সপোর্টেশনের ২০তম সম্মেলন উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের নেতৃত্বে একটি দল ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ