October 7, 2024 - 9:21 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআইন-আদালতইয়াবা পাচার মামলায় ৪ জনের ১০ বছর করে কারাদন্ড

ইয়াবা পাচার মামলায় ৪ জনের ১০ বছর করে কারাদন্ড

spot_img

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: ৩ লক্ষ ইয়াবা পাচারের মামলায় ৪ জন পাচারকারীর প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। একইসাথে দন্ডিতদের প্রত্যেককে ২ লক্ষ টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

সোমবার ১৩ মার্চ কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। একই কার্যালয়ের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।

দন্ডিত আসামীরা হলো : টেকনাফ উপজেলার নতুন পল্লান পাড়ার আবদুল গণির পুত্র মীর আহমদ (৫১), একই উপজেলার শাহপরীরদ্বীপ উত্তর পাড়ার মৃত সৈয়দুর রহমানের পুত্র মোঃ হাবিব উল্লাহ (৪৪), একই উপজেলার শাহপরীরদ্বীপ মিস্ত্রি পাড়ার মৃত মোঃ হোসেনের পুত্র শরীফ হোসেন (৪৫) এবং ভোলা জেলার চর ফ্যাশন উপজেলার আসলামপুর গ্রামের গোলাম হেসেনের পুত্র রফিক (৩৫)।

দন্ডিতদের মধ্যে মীর আহমদ ও শরীফ হোসেন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। দন্ডিত অপর ২ জন আসামী যথাক্রমে মোঃ হাবিব উল্লাহ ও রফিক পলাতক রয়েছে।

রাষ্ট্র পক্ষে একই আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ, আসামীদের পক্ষে অ্যাডভোকেট নুরুল মোস্তফা মানিক, অ্যাডভোকেট রেজাউল করিম সিকদার রাজু, অ্যাডভোকেট দিদারুল মোস্তফা, অ্যাডভোকেট সলিমুল মোস্তফা এবং অ্যাডভোকেট মোঃ তানভির শাহ আদালতে মামলাটি পরিচালনা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ