শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ মার্চ) সন্ধায় শ্যামনগরের জমিদারবাড়ি নামক স্থানে অজ্ঞাত ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। তবে কি কারনে তিনি মারা গেছেন তা এখনও স্পষ্ট নয়। তবে মৃত ওই নারীর নাম পরিচয় পাওয়া যায়নি।
শ্যামনগর থানার উপপরিদর্শক পিংকু মন্ডল জানান, ধারনা করা হচ্ছে লাশটি মানসিক ভারসাম্যহীন কোন নারীর। স্থানীয়দের খবরের প্রেক্ষিতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, পুলিশ ওই নারীর পরিচয় জানার চেষ্টা করছে। এছাড়া ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারন সম্পর্কে নিশ্চিত হওয়া