কর্পোরেট সংবাদ ডেস্ক : অগ্রণী ব্যাংক লিমিটেড ময়মনসিংহ সার্কেলের ব্যবস্থাপক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ ময়মনসিংহ সার্কেল কর্তৃক আয়োজিত সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর।
ময়মনসিংহ সার্কেলের মহাব্যবস্থাপক রূবানা পারভীনের সভাপতিত্বে¡ এ সময় উপব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, মহাব্যবস্থাপক (ক্রেডিট) মো. শামছুল আলমসহ সার্কেলাধীন সকল নির্বাহী এবং ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও টাঙ্গাইল এর অঞ্চল প্রধান এবং সার্কেলাধীন সকল শাখার শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর ব্যাংকের ২০২২ সালে অর্জিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা পর্যালোচনা করেন। একই সাথে ২০২৩ সালে শ্রেণীকৃত ঋণ হ্রাস এবং নতুন করে কোন ঋণ যাতে শ্রেণীকৃত না হয় সে বিষয়ে বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও আমানত বৃদ্ধি, পরিচালন মুনাফার লক্ষ্য অর্জন ও গ্রাহকসেবার মান আরও উন্নত করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।