সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ এনায়েতপুরে আইসিএল স্কুলে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ ১১/০৩/২০২৩ইং সকাল থেকে দুপুর পর্যন্ত ঐতিহ্যবাহী এনায়েতপুর হাইস্কুল মাঠ প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন আইসিএল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব শহীদুল ইসলাম। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ৬৬-সিরাজগঞ্জ-০৫ আসনের সম্মানিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল (এমপি)। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ এনায়েতপুর থানা শাখার সভাপতি আলহাজ্ব আহম্মদ মোস্তফা খাঁন বাচ্চু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আজগর আলী (বিএসসি), সিনিয়র সহসভাপতি মোঃ রাশেদুল ইসলাম সিরাজ, ০১নং সদিয়া চাঁদপুর ইউপি সফল চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম জাহিদ। আইসিএল স্কুলের ভুয়সী প্রশংসা করে আলহাজ্ব আহম্মদ মোস্তফা খাঁন বাচ্চু বলেন, নিঃসন্দেহে আইসি এল স্কুল একটি সংস্কৃতিময় প্রতিষ্ঠান। ভাষা, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের উপর যে প্রামান্য চিত্র পরিবেশন করে দেখালো আজ সত্যিই আমি মুগ্ধ। আগামীতে আইসিএল স্কুল আরোও ভাল করবে। বিদ্যালয়ের উত্তোরত্তোর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে আরোও বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সমাজসেবক ও অভিভাবকমন্ডলি।
অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার এবং অনুষ্ঠানে তিনজন বিশেষ ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
তথ্য অধিদপ্তরের নিবন্ধন নম্বরঃ ৭৭
সম্পাদকীয় কার্যালয়: ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা,
সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০