October 9, 2024 - 12:27 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশবেনাপোলে ডলার, রুপি, মোবাইলসহ পাসপোর্টযাত্রী আটক

বেনাপোলে ডলার, রুপি, মোবাইলসহ পাসপোর্টযাত্রী আটক

spot_img

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল চেকপোস্ট থেকে ১৬ হাজার ৬০০ কানাডিয়ান ডলার, ৮ হাজার ৫০০ ভারতীয় রুপি ও চারটি মোবাইল ফোনসহ মোহাম্মদ উল্লাহ (৩৮) নামে এক বাংলাদেশি পাসপোর্টযাত্রীকে আটক করেছে বিজিবি সদস্যরা।


সোমবার (৬ মার্চ) বিকেলে চেকপোস্ট এলাকায় তল্লাশি করে বৈদেশিক মুদ্রাসহ তাকে আটক করা হয়। আটক মোহাম্মদ উল্লাহ মাদারীপুর জেলার রাজৈর থানার শ্রীকৃষ্ণদি গ্রামের মোহাম্মদ বদিউজ্জামানের ছেলে। যার (পাসপোর্ট নাম্বার-এডি-১৭১৯৮৭৮)।


যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, নিয়মিত তল্লাশি অভিযানে চেকপোষ্টের সামনে ভারত হতে আসা ওই বাংলাদেশি যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার ব্যাগেজ তল্লাশি করে ডেইরি মিল্ক চকলেটের প্যাকেটে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১৬ হাজার ৬০০ কানাডিয়ান ডলার, ৮ হাজার ৫০০ ভারতীয় রুপি, ভারতীয় তিনটি অ্যান্ড্রয়েড মোবাইলসহ ০৪ টি মোবাইল জব্দ করা হয়। পরে তাকে আটক করা হয়।

যার সিজার মূল্য ১৪ লাখ ৪৫ হাজার ৬২৫ টাকা। আটক পাসপোর্টযাত্রী বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান বিজিবি‘র ওই কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ