তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ১৫০ (একশত পঁঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত ০২ (দুই) মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
শ্রীমঙ্গল অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনা মোতাবেক এসআই/মোঃ জামাল উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় রোববার ( ৬ মার্চ) সোয়া ১২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ১নং মির্জাপুর ইউনিয়নের ছাত্রাবট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপর অপেক্ষমান অবস্থায় দাঁড়িয়ে থাকা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া ১৫০ (একশত পঁঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মৌলভীবাজারের একাটুনা ইউপির দিশালোক এলাকার বাসিন্দা রাজা মিয়ার ছেলে মোঃ পারভেজ মিয়া (৩০) ও উপজেলার ছাত্রাবট এলাকার মৃত আমির আলীর ছেলে মোঃ চাঁন মিয়া (২৮)কে গ্রেফতার করে থানা পুলিশ।
আটককৃত আসামী পারভেজ মিয়ার নামে ইতি পূর্বে অপর আরেকটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন অবস্থায় আছে। অপর আসামী চাঁন মিয়াও একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় ব্যপক পরিচিতি রয়েছে। উক্ত বিষয়ে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। রোববার সকালে আসামীদের পুলিশি হেফাজতের মাধ্যমে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
এবিষয়ে জানতে শ্রীমঙ্গল থানার ইনচার্জ ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার এর সত্যতা নিশ্চিত করে আরও বলেন শ্রীমঙ্গল এলাকা মাদক মুক্ত করনের লক্ষ্যে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে এবং আগামীতে ও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।