নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রাম বিভাগের সহযোগিতায় এনসিসি ব্যাংক লিঃ গত বৃহস্পতিবার (০২/০৩/২০২৩) বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড), কুমিল্লায় “স্কীলস্ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি)” এর অধীন “এন্টারপ্রেনারশীপ ডেভলপমেন্ট প্রোগ্রাম” শীর্ষক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা এবং ঋণ বিতরণ সম্পন্ন করেছে। এনসিসি ব্যাংকের অতিরিক্ত-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির প্রধান অতিথি হিসেবে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের ঋণ প্রাপ্তির নমুনা চেক হস্তান্তর করেন।
এসময় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও চীফ প্রজেক্ট কোঅর্ডিনেটর মোঃ নজরুল ইসলাম এবং যুগ্ম পরিচালক মোঃ জাহিদ ইকবাল, এনসিসি ব্যাংকের মানবসম্পদ বিভাগ প্রধান সৈয়দ হাসনাইন মামুন ও সিএমএসএমই বিভাগ প্রধান মোঃ সোলায়মান-আল-রাজীসহ বার্ড এর পরিচালক (প্রশিক্ষণ) আবদুল্লাহ্ আল মামুন উপস্থিত ছিলেন। এনসিসি ব্যাংকের কুমিল্লা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল হক, হাইওয়ে শাখার ব্যবস্থাপক শেখ মোহাম্মদ মঈন উদ্দিন এবং মানবসম্পদ বিভাগের সিনিয়র অফিসার নাজিব মাহমুদ রাকিন প্রশিক্ষণ কোর্সটি সমন্বয় করেন। বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও চীফ প্রজেক্ট কোঅর্ডিনেটর মোঃ নজরুল ইসলাম তাঁর বক্তব্যে অবহিত করেন যে, এই প্রশিক্ষণের প্রধান উদ্দেশ্যই হলো সফল উদ্যোক্তাদের ঋণ পাওয়ার উপযোগী করা। এনসিসি ব্যাংকই প্রথম যারা সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রাপ্ত ১৪ জন নারীসহ ২৫ জন উদ্যেক্তার মাঝে ঋণ বিতরণ করেছে।