December 16, 2025 - 11:55 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকপশ্চিমবঙ্গে তিস্তা ব্যারেজের অধীনে ২টি খাল খনন করবে রাজ্য সরকার

পশ্চিমবঙ্গে তিস্তা ব্যারেজের অধীনে ২টি খাল খনন করবে রাজ্য সরকার

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : জলপাইগুড়ি জেলার গজলডোবা তিস্তা ব্যারেজ প্রকল্পের অধীনে দুটি খাল খননের কাজ শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের সেচ বিভাগ। স্থানীয় কৃষিকাজে সহায়তার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ পদক্ষেপের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশ।

রাজ্য সরকারের দাবি, নতুন খাল দুটি পশ্চিমবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ি জেলার লক্ষাধিক হেক্টর কৃষিজমি সেচের আওতায় আনতে সাহায্য করবে।

ব্যারেজ এলাকায় নতুন করে খাল খননের ফলে শুকনো মৌসুমে বাংলাদেশের পানি প্রবাহ আরও কমে যেতে পারে বলে আশঙ্কা অনেকের। নিজেদের উত্তরাঞ্চলে পানি সংকট নিরসনে প্রায় এক দশকেরও বেশি সময় ধরে তিস্তার পানি দাবি করে আসছে বাংলাদেশ সরকার।

২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের ঢাকা সফরে এ চুক্তি বাস্তবায়নের কথা থাকলেও, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তির কারণে আলোর মুখ দেখেনি তিস্তা চুক্তি।

শিলিগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের এক শিক্ষক বলেন, এখন মমতা ব্যানার্জির সরকার নিজ রাজ্যে সেচ সংযোগ বাড়ানোর পরিকল্পনা করেছে। এর থেকে পরিষ্কার যে, নতুন দুটি খালের মাধ্যমে তিস্তার আরও বেশি পানি পশ্চিমবঙ্গে প্রবাহিত হবে। গ্রীষ্ম মৌসুমে আরও কম পানি প্রবেশ করবে বাংলাদেশে। ফলে সমস্যায় পড়তে পারে প্রতিবেশী দেশটি।

অন্যদিকে, পশ্চিমবঙ্গ সরকারের সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, জলপাইগুড়ি জেলা প্রশাসন খাল খননের জন্য আমাদের কাছে এক হাজার একর জমি হস্তান্তর করেছে। কিন্তু ২০০৯ সালে কেন্দ্রীয় সরকার এটিকে একটি জাতীয় প্রকল্প হিসেবে ঘোষণা করেছিল। এখন প্রকল্পের জন্য যে অর্থ প্রাপ্য কেন্দ্রীয় সরকার তা দিচ্ছে না। তবে আমরা অর্থ না পেলেও প্রকল্পের কাজ শেষ করার চেষ্টা করবো।

পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তর সূত্রে জানা গেছে, জলপাইগুড়ির ধুপগুড়ি ব্লকের আরেকটি খাল সংস্কার করা হবে। এটি চালু হলে ব্লকের ৩২ হাজার একর জমি সেচ সুবিধার আওতায় আসবে।

গ্রীষ্মের মাসগুলোতে তিস্তায় প্রায় ১০০ কিউমেক (কিউবিক মিটার পার সেকেন্ড) পানি পাওয়া যায়। কিন্তু ভারত-বাংলাদেশের কৃষিজমিতে সেচ দিতে প্রায় ১ হাজার ৬০০ কিউমেক পানি প্রয়োজন।

১৯৭৫ সালে জলপাইগুড়ি জেলার ৯ দশমিক ২২ লাখ হেক্টর কৃষিজমি সেচ সুবিধার আওতায় আনতে তিস্তা ব্যারেজ প্রকল্প চালু করা হয়। পরিকল্পনা ছিল, তিস্তা থেকে নদীর দুই তীরে খালের মাধ্যমে পানি সরবরাহ করা হবে। তবে, কয়েক দশক ধরে প্রকল্পটি ক্ষতিগ্রস্থ হয়ে আসছে ও মাত্র ১ লাখ ০৪ লাখ হেক্টর জমিতে পানি পৌঁছেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মহান বিজয় দিবস আজ

কপোরেট সংবাদ ডেস্ক: মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।...

আইসিএসবি’র কর্পোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ড পেলো ৪৩ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে কর্পোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪৩টি প্রতিষ্ঠানকে...

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধ ওই বছর...

নিজ বাড়িতে সস্ত্রীক খুন হলিউডের কিংবদন্তী অভিনেতা

বিনোদন ডেস্ক: নিজ বাড়ি থেকে উদ্ধার হলো হলিউডের কিংবদন্তী পরিচালক-অভিনেতা রব রাইনা ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনার মরদেহ। রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে মার্কিন...

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: শীর্ষস্থানীয় শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিয়েছে।...

বিডি ল্যাম্পসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করেছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।...

শেখ হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

কর্পোরেট সংবাদ ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড...