সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে আব্দুল মমিন (৩০) নামে এক যুবক মারা গেছেন। আজ শনিবার (৪ মার্চ) বেলা ১১টায় উপজেলার বড়হর ইউনিয়নের দুর্গাপুর তেতুলিয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। আব্দুল মমিন ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে।,
বড়হর ইউনিয়ন পরিষদের সদস্য মোফাজ্জল হোসেন বলেন, সকালে আব্দুল মমিন তাদের জমিতে পানি দিতে গিয়ে সেচ পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যান। স্থানীয় বাজারে ডাক্তারের কাছে নেয়া হলে ডাক্তার ঘটনার সময়ই তার মৃত্যু হয়েছে বলে জানান।,
এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার মোতাহার আলী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের করে পরিবারের পরিবারের নিকট হস্তান্তর করেছে।