মেহেরপুর প্রতিনিধি সেলিম রেজা : মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে সার-কীটনাশক ও মুদির দোকানে মালামালসহ নগদ প্রায় অর্ধলক্ষাধিক টাকা চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে বুড়িপোতা বাজারে অবস্থিত মেসার্স দেলোয়ার ট্রেডার্স নামের একটি দোকানে এ চুরি সংঘটিত হয়। এসময় চোরের দল নগত টাকা, দোকানের মালামাল চুরি করে নিয়ে যায়।
মেসার্স দেলোয়ার ট্রেডার্সের সত্বাধিকার দেলোয়ার হোসেন বলেন, রাত ১টার পরে চোরের দল রাতের আধারে আমার সার-কীটনাশক ও মুদিখানার দোকন নছনছ করে মালামাল চুরি করে নিয়ে যায়। পাশের একটি গোডাউনের টিন কেটে চোরেরা দোকানের মধ্যে ঢুকে মালামালসহ প্রায় নগদ অর্ধলক্ষাধিক টাকা নিয়ে যায়। সকালে দোকান খুলতে গিয়ে দেখেন এমন ঘটনা। বুড়িপোতা ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন ও সাবেক ইউপি সদস্য শরীফ উদ্দিন আজ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় সাধারন ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।