নিজস্ব প্রতিবেদক : আগামী ৩ মার্চ ‘Digitalization of HR Management’ এ মূল প্রতিপাদ্য নিয়ে দ্বিতীয় বারের মতো IPM-HR SUMMIT 2023 অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিনব্যাপী এ সামিটের আয়োজক ইনস্টিটিউট অব পার্সোনাল ম্যানেজমেন্ট বাংলাদেশ (আইপিএম বাংলাদেশ)।
শুক্রবার (৩ মার্চ) সকাল ৯টা থেকে দিনব্যাপী এ অনুষ্ঠানটি ঢাকার গ্রিন রোডে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের নিজস্ব ক্যাম্পাসে ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি বাংলাদেশ সরকারের একজন মাননীয় মন্ত্রী উদ্ধোধন করবেন।
আসন্ন HR SUMMIT-এ HR প্রফেশনালদের জন্য থাকছে Continuing Professional Development (CPD) প্রোগ্রাম। IPM-HR SUMMIT 2023-এ সংযুক্ত থাকছে Federation of Bangladesh Human Resource Organizations (FBHRO)। অর্থ্যাৎ দেশ বিদেশের HR প্রফেশনের কর্পোরেট এক্সিকিউটিভ, প্রফেশনাল স্টুডেন্টস ও কর্পোরেট অতিথিদের উপস্থিতিতে দিনব্যাপী চলবে অনুষ্ঠান।
উক্ত এইচআর সামিটে একটি কালারফুল সুবিনিউর পাবলিশ করা হবে। যেখানে অংশগ্রহণকারীরা পেয়ে যাবেন এইচআর প্রফেশনের A টু Z। ডে লং এইচআর সামিটে থাকবে হাই প্রফেশনাল এইচআর ট্রেনিং।
IPM-HR SUMMIT 2023-এ স্ট্র্যাটেজিক পার্টনার থাকছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, মিডিয়া পার্টনার হিসেবে থাকছে কর্পোরেট সংবাদ, সিএনআই, গ্লোবাল টিভি, সময় টিভি, মাছরাঙ্গা টিভি এবং আয়োজক হিসেবে থাকছে আইপিএম বাংলাদেশ।
এছাড়া এখন পর্যন্ত Sponsor হবার সম্মতি দিয়েছে Bangladesh-India Friendship Power Company, bdjobs.com ও Dancake.
IPM-HR SUMMIT 2023-এর রেজিস্ট্রেশন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নিচের লিংকে ক্লিক করুন-
Registration Link : shorturl.at/kKU25
এছাড়া ইনস্টিটিউট অব পার্সোনাল ম্যানেজমেন্ট বাংলাদেশ (আইপিএম বাংলাদেশ) এর ওয়েবসাইট থেকেও বিস্তারিত জানতে পারেন- www.ipmbangladesh.org