পটুয়াখালী প্রতিনিধিঃ ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্য জনে। এই শ্লোগানে সারা দেশের মত পটুয়াখালীতেও ৫ ম জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ২ মার্চ বৃহস্পতিবার সকালে শহরের সোনালী ব্যাংক চত্বর থেকে একটি র্যালী বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালী ও আলোচনা সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ হুমায়ূন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ আব্দুল্লাহ সাদিদ,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মন্নান, জেলা সিনিয়র তথ্য অফিসার খান আবি শাহানুর খান,সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।