নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গোপীবাগে একটি রিকশার গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
আগুনে রিকশা গ্যারেজের প্রায় পুরোটাই পুড়ে গেছে। সাথে পুড়ে গেছে কয়েকটি পরিত্যক্ত প্রাইভেট কারও। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানায় ফায়ার সার্ভিস।