নিজস্ব প্রতিবেদক : হুন্ডিতে নয়, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ করি, সবাই মিলে সুন্দর-সমৃদ্ধ দেশ গড়ি” শ্লোগানকে সামনে রেখে এবং ৬ মার্চ আর্থিক সাক্ষরতা দিবস উপলক্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক মাসব্যাপী “রেমিট্যান্স গ্রাহক সেবা মাস- ২০২৩” উদ্বোধন করেছে। ০১ মার্চ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ। উপস্থিত ছিলেন ব্যাংকের বিভিন্ন বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ। এছাড়াও ব্যাংকের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক প্রধান, সকল শাখার ব্যবস্থাপক, অপারেশন ম্যানেজার, জিবি ইনচার্জ, রেমিট্যান্স অফিসার ও উপশাখার ইনচার্জবৃন্দ জুম প্লাটফর্মে যুক্ত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বলেন, প্রবাসী ভাইবোনদের সুদৃঢ় আস্থার কারণে এসআইবিএল-এর মাধ্যমে তাঁরা দেশে রেমিট্যান্স নিয়ে আসছেন। তিনি প্রবাসী গ্রাহক ও দেশে তাঁদেও বেনিফিসিয়ারিদের সেবা সুনিশ্চিত করার আহবান জানান।