October 7, 2024 - 10:33 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদচকরিয়ায় পাঁচ ফার্মেসিকে জরিমানা

চকরিয়ায় পাঁচ ফার্মেসিকে জরিমানা

spot_img

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: চকরিয়া উপজেলার চিরিংগা এলাকায় পাঁচ ফার্মেসিকে বিপুল অর্থে জরিমানা করা হয়েছে।

বুধবার (১ মার্চ) দুপুর ১২টার সময় হতে চকরিয়া উপজেলার চিরিংগা এলাকায় অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ, ভেজাল ঔষধ বিক্রয়ের অভিযোগে ৫টি ফার্মেসির মালিককে ১ লক্ষ ৯০ হাজার টাকা অর্থদন্ড করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান। এছাড়া আনুমানিক ১ লক্ষ টাকা মূল্যের বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন অবৈধ ঔষধ জব্দ করে ধ্বংস করা হয়েছে।

এ অভিযানের সময় ঔষধ প্রশাসন অধিদপ্তরের কক্সবাজারের ঔষধ তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) কাজী মোহাম্মদ ফরহাদ ও চকরিয়া থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান বলেন, আমাদের এ অভিযান সময় অব্যাহত থাকবে।যাতে কোন ফার্মেসির মালিক অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ, ভেজাল ওষুধ বিক্রি করতে না পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ