October 8, 2024 - 8:21 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশগলাচিপায় আউট অব স্কুল শিশু শিক্ষা বিষয়ে অবহিত করন সভা

গলাচিপায় আউট অব স্কুল শিশু শিক্ষা বিষয়ে অবহিত করন সভা

spot_img

মোঃ হাফিজ , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : দেশের ঝরে পড়া শিশুদের আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-৪) এর বাস্তবায়নের লক্ষ্যে, নবনিযুক্ত নারী- পুরুষ কর্মীদের সমন্বয়ে গলাচিপা উপজেলা অডিটোরিয়াম হলরুমে মঙ্গলবার বেলা ১০ ঘটিকায় এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মু. শাহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম,পটুয়াখালী জেলা উপানুষ্ঠানিক সহকারী পরিচালক মোঃ জান- ই আলম হাওলাদার, মোহাম্মদ নজরুল ইসলাম(পিডিও), পটুয়াখালী জেলা মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক মোফাজ্জেল হোসেন, জেলা প্রোগ্রাম ম্যানেজার মো: মশিউর রহমান ও প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিল্টন প্রমুখ। অবহিতকরণ সভায় সার্বিকভাবে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও উপজেলা প্রশাসন গলাচিপা সহযোগিতা করেন। উল্লেখ্য যে ,এই প্রকল্প বাস্তবায়নের সহায়ক সংস্থা (লিড এনজিও) ও পিডিও ( পিস এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) পটুয়াখালী। অবহিত করণ সভায় বক্তারা নবনিযুক্ত কর্মীদের সরকারের লক্ষ্য অর্জনে এবং উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম ও ঝরে পড়া শিশুদের স্কুলমুখী বা লেখাপড়ার জন্য দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। এই প্রকল্পটি অবহেলিত গলাচিপা উপজেলায় শিক্ষা বিস্তারে ভালো ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ