মোঃ হাফিজ গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : গলাচিপা পৌরসভার ৮ নং ওয়ার্ডের মুসলিম পাড়ায় রবিবার আনুমানিক রাত্র দশ ঘটিকায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে ০৫ টি বসত ঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ঘটনা সূত্রে জানা যায় । গলাচিপা ফায়ার সার্ভিস এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। লতিফ মুসুল্লির ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন আশেপাশের ক্ষতিগ্রস্ত পরিবার। ঘটনার সত্যতা স্বীকার করেছেন গলাচিপা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. কামাল হোসেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনা স্থান পরিদর্শন করেছেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল।
প্রত্যক্ষদর্শী ও গলাচিপা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় , রবিবার রাত দশটার দিকে গলাচিপা পৌরসভার ৮ নং ওয়ার্ডের মুসলিম পাড়ার লতিফ মুসল্লির ঘর থেকে আগুনের সূত্রপাত শুরু হয়। এসময় ঐ ঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের রহমান, জব্বার, নুর ইসলাম ও জাহাঙ্গীর এর বসত ঘর পুড়ে ভষ্মিভূত হয়। আগুনের লেলিহান শিখা দেখে ছুটে আসে এলাকাবাসী, পুলিশ প্রশাসন, পল্লীবিদ্যুৎ, আনসার বাহিনী এবং গলাচিপা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এ বিষয় ফায়ার সার্ভিসর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে আমরা দুটি টিম ও স্থানীয় জনগণের সহযোগিতায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।এ প্রসঙ্গে গলাচিপা উপজলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি। প্রাথমিক ক্ষয় ক্ষতির পরিমাণ নিরুপন করে পরবর্তীতে সহায়তা প্রদান করা হবে।